বার্ষিক ৬.৫% সরল সুদে ১৬০০ টাকার ৫ বছরের সুদ কত টাকা?
মানিকের মাসিক বেতন ৯% বৃদ্ধি পাওয়ার ফলে তার মাসিক সঞ্চয় সমান হারে বৃদ্ধি পেয়ে ১৮৫৩ টাকা হলে । মানিকের সঞ্চয় আগে কত ছিল?
৮ জন লোক একটি ১৮ দিনে করতে পারে। কাজটি ৬ দিনে করতে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে ?
৫৪০ এর ৮.৫% =?
রহিমা ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদের ৬০০ টাকা বিনিয়োগ করলো । এক বছর পর তিনি কত সুদ পাবেন ?
৫০টি কলম ২০০ টাকায় কিনে ২৫ টি কলাম ৫০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় ?
যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে কি বলে ?
১২ জন চাষীর একটি জমির ফসল কাটতে ১৪ দিন লাগল । ২১ জন চাষীর ঐ জমির ফসল কাটতে কতদিন লাগবে?
একটি কবিতার বই ১৫% কমিশনে বিক্রয় করা হয়। কবিতার বইটির প্রকৃত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
৬টি গরুর দাম ১৫টি ছাগলের দামের সমান হলে , ১০টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে?
দুইটি সংখ্যার গুনফল ৭২০। এদের গ.সা.গু ৬ হলে, ল.সা.গু কত?
দুইটি সংখ্যার গ.সা.গু ৪ এবং ল.সা.গু ৬০। একটি সংখ্যা ২০ হলে অপর সংখ্যাটি কত ?
২১০০০ টাকা ৩জন বিনিয়োগকারীর মধ্যে ১ঃ২ঃ৪ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রত্তর অংশের পার্থক্য কত হবে?
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
৫ টন খাবারের ১২০টি হাতির ৫৫ দিন চলে। ১৫০টি হাতির ঐ খাবারে কত দিন চলবে?
বার্ষিক ৭% সরল সুদে ১২০০ টাকার কত বছরের সুদ ২৫২ টাকা?
M টাকার M% সরল সুদে ৪ বছরের M টাকা হলে M=?
১০৫ কেজি ডালের দাম ৩৬৭৬ টাকা হলে ৬০ কেজি ডালের দাম কত ?
ABC ত্রিভুজের AB=AC এবং ∠BAC=৮০° হলে ∠ABC কত?
৩ টি রুমালের দাম যথাক্রমে ২২ টাকা, ২৭ টাকা ও ২০ টাকা হলে , রুমাল গুলোর গড় দাম কত ?
ABC ত্রিভুজের AB=AC এবং কোণBAC=80ডিগ্রী কোণABC?