একটি টেবিল ১০% ক্ষতিতে বিক্রি করা হলো । বিক্রয় মূল্য ৫১ টাকা বেশি হলে ৭% লাভ হত । টেবিলটির ক্রয়মূল্য কত টাকা?
জাকির , জসীমের চেয়ে যত বছরের ছোট, বশিরের থেকে ঠিক তত বছরের বড়। জসীম ও বশীরের বয়সের সমষ্টি ৫৬ বছর হলে, জাকিরের সয়স কত বছর?
দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে ৪০% ও ২৫% কম। প্রথম সংখ্যাটির তুলনায় দ্বিতীয় সংখ্যাটি শতকরা কত ছোট?
একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা ১০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
খায়ের তার আয়ের ৬০% খরচ করে। তার আয় ৩২ % বৃদ্ধি পাওয়াতে সে তার খরচ আরো ২০% বাড়িয়ে দিলো। এতে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে বা কমবে?
পিতা ও পুত্রের বর্তামান বয়সের অনুপাত ৩:১ । তিন বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৭ :২ । তিন বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
যদি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না?
৩/৪, ১/২ এর শতকরা কত হবে?
কোনো সংখ্যার দুই-তৃতীয়াংশ ঐ সংখ্যার চেয়ে ৫০ কম হলে সংখ্যাটি কত?
৭ জন লোক ৭ দিনে ৭ টি টেবিল তৈরি করে। ৫ জন লোকের ৫টি টেবিল তৈরি করতে কয়দিন লাগবে?
ছয়টি সংখ্যার গড় ৬ । যদি প্রতিটি সংখ্যা থেকে ২ বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে?
৪০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের ২/৩ ভাগ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩০ কেজি। অর্ধেক তেলসহ পাত্রের ওজন ২০ কেজি হলে পত্রটির ওজন কত কেজি?
একটি ট্রেন ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে?
১ জানুয়ারি ২০১৭ সালে ৬% হারে ঋণের পরিমাণ ৫,০০০ টাকা। ১ জুলাই ২০১৭ সালে ১,০০০ টাকা ঋণ পরিশোধ করা হয় । ২০১৭ সালে সুদের পরিমাণ কত টাকা?
বিক্রয় ২০,০০০ টাকা, বিক্রয় ফেরত ৫,০০০ টাকা। বিক্রীত পণ্যের মূল্য ৫,০০০ টাকা হলে লাভ কত?
ক্রয়মূল্যের উপর লাভের হার ২৫% হলে বিক্রয়মূল্যের উপর লাভের হার কত হবে?
দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ২৭ হলে বড় সংখ্যাটি কত?
৬০ লিটারের একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ২ : ১ । অনুপাত ১ : ২ করতে কত লিটার পানিা মেশাতে হবে?
নগদ ক্রয় ৫০০০ টাকা সমাপনী জাবেদায় এর ডেবিট দিকে কি বসবে?