২৮ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত?
৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের পমিাণ কত?
চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত?
একটি ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য ৪, ৫, ও ৩ ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
একজন লোক মাসে ২০,০০০ টাকা আয় করেন এবং ১৮,০০০ টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে কত?
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত?
১২ টি ডিমের বিক্রয়মূল্য ১৫টি ডিমের ক্রয়মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে?
১৬, ২২, ৩৪ ৫৮ ১০৬ -ধারাটির পরের পদটি কত?
a+b=৫ এবং a-b=৩ হলে ab এর মান কত?
সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কি কোণ?
২০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৬ দিনে। ঐ কাজটি করতে ৫ জনের কতদিন লাগবে?
এক বিক্রেতা ১০টি কমলা যে দামে কেনে, ৮টি কমলা সেই দামে বিক্রি করে। তার শতকরা কত লাভ হয়?
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ঃ৪। পিতা বয়স ৪৪ বছর হরে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত?
১২০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত?
দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা হবে কয়টি?