রাফি, দিপু এবং অপু তিনজন মিলে একটি টেনিস বল কিনলো। অপু যে পরিমাণ টাকা দিলো দিপু তার দ্বিগুণের থেকে ৪ টাকা বেশি দিলো। রাফির থেকে অপু ৩ টাকা কম দিলো। যদি রাফি 'ক' টাকা দিয়ে থাকে তবে দিপু কত টাকা দিলো?
একটি বাক্সে কিছু মার্বেল আছে। যদি ১/৪ ভাগ মার্বেল সরিয়ে ফেলা হয় তবে ঐ বাক্সের ১/৩ ভাগ মার্বেল দিয়ে পূর্ণ থাকবে, অথবা যদি ১০০ টি মার্বেল যোগ করা হয় তবে ঐ বাক্সের ১০০% মার্বেল দিয়ে পূর্ণ হয়ে যাবে। ঐ বাক্সে কতগুলি মার্বেল ছিল?
x ও y দুটি পূর্ণ সংখ্যা । যদি -9
আরিফ স্টেশন P থেকে Q তে যাওয়ার জন্য ১০ টি টিকেট ক্রয় করলো। টিকেট ক্রয় বাবদ সে মোট ৩৫০০ টাকা খরচ করলো। যদি P থেকে Q তে যাওয়ার জন্য ৫ টি টিকেট এবং P থেকে R এ যাওয়ার জন্য ১ টি টিকেটের একত্রিত মূল্য ৮০০ টাকা হয়, তবে P থেকে Q তে যাবার একটি টিকেটের মূল্য কত টাকা?
একজন বিক্রেতা একটি বই এর বিক্রয় মূল্যের উপর ৫% ছাড় দিয়ে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ করলো। যদি ঐ বই এর ক্রয় মূল্য ৩৮০ টাকা হয়ে থাকে তবে ঐ বই এর বিক্রয় মূল্য কত টাকা লেখা ছিল?
যদি x একটি পূর্ণ ঋণাত্মক সংখ্যা হয় এবং y=x2-5x+6 হয়, তবে নিচের কোনটি অবশ্যই সঠিক হবে?
y একটি জোড় সংখ্যা
y একটি বেজোড় সংখ্যা
y একটি ধণাত্মক জোড় সংখ্যা
y একটি ধনাত্মক বেজোড় সংখ্যা
একজন বিক্রেতা একটি পণ্য ৩০% মূল্য ছাড় দিয়ে বিক্রয় করায় তার ১৬% লোকসান হলো। পণ্যটি ১০ % মূল্য ছাড়ে বিক্রি করলে তার কত ক্ষতি বা লাভ হতো?
একজন বিক্রেতা ৩৬০০ টাকা দরে দুটি চেয়ার বিক্রয় করলো। একটিতে ২০% লাভ এবং অন্যটিতে ২০% ক্ষতি হলে সর্বমোট কত টাকা লাভ / ক্ষতি হলো?
একটি ক্লাসের ২৫% ছাত্র ১২০ টাকা করে , ৩৫% ছাত্র ৮০ টাকা করে এবং বাকীরা ৬৫ টাকা করে দান করলো। যে ছাত্ররা ৮০ টাকা করে দান করলো তারা মোট দানের টাকার কত শতাংশ দিয়েছিল?
একটি স্কুলে ৬০% ছাত্র ইংরেজি এবং ৭০ % ছাত্র বাংলায় পাশ করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ২০০ জন ছাত্র পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন ছাত্র পরীক্ষা দিয়েছে?