.২ সে.মি. বাহু বিশিষ্ট একটি ঘনক আকৃতির বাক্সে ১ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক রাখলে বাক্সের ফাঁকা অংশের আয়তন কত?
4x2 – 3x – 1 = 0 সমীকরণের মূলয়ের অন্তর কত?
8132x = 1 হলে x এর মান কত?
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১২ মি. এবং অপর বাহুদ্বয়ের প্রতিটি ১০মি. হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?
কোন সংখ্যাকে ৪, ৬, ১২, ১৮, ১৪, ৩৬, ৪৮ দ্বারা ভাগ করলে প্রতিবারই ৩ অবশিষ্ট থাকে?
১০ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরিছ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
টাকায় ৮টি করে লেবু কিনে ৩৩% ১৩লাভে বিক্রয় করলে ১ ডজন লেবুর বিক্রয়মূল্য কত হবে?
'ক' এর আয় 'খ' এর আয় অপেক্ষা ১০% বেশী এবং 'খ' এর আয় 'গ' এর আয় অপেক্ষা ২০% কম। ‘ক’, 'খ' ও 'গ' এর আয়ের অনুপাত কত?
৮৮০ ফুট দীর্ঘ একটি ট্রেন ৬০ মাইল/ঘন্টা বেগে চলছে। ২২০ ফুট দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
ঘড়ির কাঁটায় যখন ১০ টা বেজে ১২ মিনিট তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত?
রোমান সংখ্যা MCLXXVH এর মান কত?
বৃত্তের কোন জ্যা এর উপর অঙ্কিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কত ভাগ?
একটি গাড়ির চাকা প্রতি সেকেন্ডে ৪৫০° ঘুরে। চাকাটি প্রতি মিনিটে কতবার ঘুরবে?
১২% সরল সুদে কত টাকা ৮ বছরে সুদে-আসলে ৪৯০০ টাকা হবে?
x+2x=3 হলে x3+8x3 এর মান কত?
দুটি সংখ্যার অনুপাত ৪: ৫ সংখ্যা দুটি হতে ৪ করে কমালে তাদের অনুপাত হয় ৩:৪
সংখ্যা দুটির সাথে ৪ যোগ করলে তাদের অনুপাত কত হবে?
একটি সমবাহু ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দু দিয়ে জমিতে বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত?
একটি পানি ভর্তি বালতির ওজন ৬৫ কেজি। বালতির এক- চতুর্থাংশ পানিপূর্ণ হলে তার ওজন হবে ৩৫ কেজি। বালতির ওজন কত?
কোন ক্লাসের প্রত্যেক ছাত্র তার সহপাঠী সংখ্যার সমান পরিমান টাকা চাঁদা দেয়ায়
মোট ২১০ টাকা চাঁদা আদায় হলো। ঐ ক্লাসে মোট ছাত্র সংখ্যা কত?
x+yx-y=73 হয় তবে x/y = কত?