12 V তড়িৎচালক শক্তি এবং 0.1 Ω অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারিকে বৈদ্যুতিক মোটরের সাথে সংযুক্ত করলে ব্যাটারির প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য দাঁড়ায় 7.0 V। মোটরে সরবরাহকৃত কারেন্টের মান কত?
14 min শেষে তেজস্ক্রিয় Polonium এর 1/16 অংশ অবশিষ্ট থাকে। মৌলটির অর্ধায়ু কত?
তিনটি সুর শলাকা নেওয়া হলো যাদের কম্পাংক যথাক্রমে 105 Hz, 315 Hz, এবং 525 Hz । শলাকা তিনটি দিয়ে বায়ুতে শব্দ সৃষ্টি করলে সৃষ্ট শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কি হবে?
একই বেগে চলমান একটি ইলেক্ট্রন ও একটি প্রোটনকে একটি অভিন্ন চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে 90°কোনে প্রেরন করা হল। তাদের উপর প্রযুক্ত প্রারম্ভিক চৌম্বকীয় বল হবে-
কোন তাপমাত্রা সেন্ট্রিগ্রেড স্কেল ও ফারেনহাইট স্কেলে সমান?
কোনটি তড়িত চুম্বকীয় তরঙ্গ নয়?
স্বাভাবিক তাপমাত্রায় P টাইপ অর্ধপরিবাহীর আধান পরিবাহী কোনটি?
শুধুমাত্র হোল
শুধুমাত্র ইলেক্ট্রন
ধনাত্বক আয়ন
হোল এবং ইলেক্ট্রন
আলোক বর্ষ কিসের একক?
দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এবং চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হলে বলের মান-
একটি আদর্শ ট্রান্সফর্মারের মূখ্য ও গৌণ কুন্ডলীর পাকের সংখ্যা যথাক্রমে 1000 ও 100। মূখ্য কুন্ডলীতে 1 A মানের তড়িৎ প্রবাহিত হলে গৌণ কুন্ডলীতে কত তড়িৎ প্রবাহ পাওয়া যাবে?
দুটি সুরেলী কাটার কম্পাঙ্ক 220 Hz ও 210 Hz । যদি সুরেলী কাঁটা দুটি একত্রে শব্দ তৈরি করে তবে প্রতি সেকেন্ডে উৎপন্ন বীট সংখ্যা হবে-
বৃত্তাকার পথে 72 Km/h সমদ্রুতিতে চলমান কোন গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ 1 m/s2 হলে, বৃত্তাকার পথের ব্যসার্ধ কত?
রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন ভৌত রাশি স্থির থাকে?
একটি সরল দোলকের বিস্তার দ্বিগুন করা হলে, এর পর্যায়কাল হবে-
F ফোকাস দূররত্ব বিশিষ্ট দুটি উত্তল লেন্সকে পরস্পরের সংস্পর্শে রাখলে তাদের মিলিত ফোকাস দূররত্ব হবে-
একটি ধাতুর কার্যাপেক্ষক 6.63 eV । ধাতুটির ক্ষেত্রে ফটোইলেকট্রন নিঃসরণের সূচন কম্পাঙ্ক কত? [ প্লাংকের ধ্রুবক = 6.63 × 10-34 J.s]
একটি তারের ইয়ং এর গুণাংক 4 × 1011 N/m2 । তারটির দৈর্ঘ্য ৭.৫ % বাড়াতে কী পরিমাণ পীড়ন প্রয়োজন হবে?
শক্তির মাত্রা কী হবে?
পৃথিবী পৃষ্ঠে (ge=9.8 m/s2) একটি দোলক ঘড়ি সঠিক সময় দেয়। ঘড়িটি চন্দ্রপৃষ্ঠে (ge=1.6 m/s2) নেওয়া হলে পৃথিবী পৃষ্ঠের 1h সময় চন্দ্রপৃষ্ঠে হবে _
9.81.6 h
1.69.8 h
9.81.6h
ভেক্টর A↔,B↔,C↔ এর মান যথাক্রমে 12, 5 , 13 এবং A↔+B↔=C↔| A↔,B↔ ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত?
সাম্যাবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরিত হয়ে M1 , M2 ভরের দুটি বস্তুতে ভাগ হলো। ভর দুটি এক অপরের থেকে যথাক্রমে v1 , v2 বেগে দূরে সরতে লাগল। v1 / v2 অনুপাতটি হবে -
একটি কণার উপর F↔=(10i∧ +10j∧ + 10k∧)N বল প্রয়োগ করলে কণাটির সরণ হয় , r↔=(2i∧ + 2j∧-2k∧)m । বল কৃর্তক সম্পাদিত কাজ কত হবে?
সমবেগে চলমান একটি গাড়ির ব্রেক কষার পর গাড়িটি সমমন্দনে থামতে শুরু করল। নিম্নের কোন লেখচিত্রটি গাড়িটির সরণ (s) এর সাথে বেগ (v) এর পরিবর্তন নির্দেশ করে?
পার্শ্বের চিত্রটি কোন লজিক গেইটের সমতুল্য বর্তনী?
একটি পাথরকে একটি উঁচু জায়গা থেকে নিচে ফেলে দেওয়া হলো নিম্নের কোন লেখচিত্রটি এর গতিকে প্রকাশ করে?
একটি কাচ স্ল্যাবের সংকট কোণ 60° হলে কাচ উপাদানের প্রতিসরাঙ্ক হবে -
একটি টানা তারে টানের পরিমাণ 4 গুন বৃদ্ধি করলে কম্পাংক কত গুন বৃদ্ধি পাবে?
337kg পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করা হলে, এনট্রপির পরিবর্তন হবে_ [পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ = 2.26 ×106 J/kg]
2.26×106 J/k
842.98 ×106 J/k
165.04 ×106 J/k
847.01 ×106 J/k
চিত্রে প্রদর্শিত বর্তনীতে প্রবাহমাত্রা I2 কত হবে?