একজন লোক 48.0 ms-1 বেগে একটি বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করল । বলটি কত সময় শূন্যে থাকবে ?
0.5 kg ভরের একটি বোমা ভূমি হতে 1 km উঁচুতে অবস্থিত একটি বিমান থেকে ফেলে দেয়া হল। ভূমি স্পর্শ করার পূর্বমুহুর্তে এর গতি শক্তি কত ?
একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে _______ বলে।
মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ এবং ভর 0.11 গুণ । ভূ-পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান 9.8 ms-1 হলে মঙ্গলের পৃষ্ঠে অভিকর্ষজের মান কত ?
একটি জলাশয়ের প্রকৃত গভীরতা 12 m । যদি পানির প্রতিসরাংক 4/3 হয়, তবে আপাত গভীরতা কত ?
ক্ষমতার একক কি ?
পৃষ্ঠনের একক কোনটি ?
একটি সরল দোলকের বিস্তার দ্বিগুণ করলে এর দোলনকালের অবস্থা কি হবে ?
পয়সনের অনুপাত হচ্ছে-
তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের সান্দ্রতা-
কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে কি বুঝায় ?
200C তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে ?
কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয় ?
স্থির তরঙ্গের ক্ষেত্রে একটি নিস্পন্দ বিন্দু ও পরবর্তী সুস্পন্দ বিন্দুর মধ্যে দুরত্ব তরঙ্গদৈর্ঘ্যের -
কোন পরিবহীর রোধ 00C তাপমাত্রায় R0 এবং t0C তাপমাত্রায় Rt হলে, রোধের তাপমাত্রা গুণাংকের সমীকরণ-
একটি পরিবাহীর ধারকত্ব 2.0 μF । এতে কি পরিমাণ চার্জ দিলে এর বিভব 40 V হবে ?
কাঁচ ও বিশুদ্ধ পারদের বেলায় স্পর্শকোণের মান-
একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষজ ত্বরণের-
দুটি তারের দৈর্ঘ্য , ব্যাস ও আপেক্ষিক রোধ প্রত্যেকটির অনুপাত 1:2 । সরু তারের রোধ 10Ω হলে, অপরটির রোধ কত ?
বৈদ্যুতিক হিটারে যে ধাতব তারের কুন্ডলী ব্যবহৃত হয় তার নাম কি ?
1 ক্যালরি সমান কত জুল ?
সরল ছন্দিত একটি বস্তু কণার গতির সমীকরণ x = Asinωt, উহের ত্বরণ কত ?
কোন তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবকের মান 0.000025/sec হলে, এর অর্ধায়ু কত ঘন্টা ?
দেওয়া আছে A→=2i^ + 2j^ + k^ এবং B→=2i^ + 2j^ +mk^। m এর মান কত হলে, ভেক্টরদ্বয় পরস্পরের উপর লম্ব হবে ?
একটি সাইরেন হতে উদ্ভুত শব্দের কম্পাংক 100 Hz । তোমার নিকট হতে সাইরেনটি 10 m/s বেগে সরে যেতে থাকলে তুমি যে শব্দ শুনবে তার কম্পাংক কত ?