একটি পুকুরের মাছের সংখ্যা প্রতি মিনিটে তিন গুণ হয়। পুকুরটি মাছ দ্বারা পরিপূর্ণ হতে এক ঘন্টা সময় লাগলে পুকুরটির এক তৃতীয়াংশ মাছ দ্বারা পরিপূর্ণ হতে কত মিনিট সময় লাগবে ?
2x3 - 14x 11 এর বিস্তৃতিতে কততম পদে আছে ?
12টি বাহুবিশিষ্ট একটি সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা যতগুলো ত্রিভুজ গঠন করা যায় , তার সংখ্যা কত ?
123456789 = কত ?
tan2x + sec2x = 3 হলে, x এর মান কত ?
4+ci5 + 4-6i5 এর মান কত ?
AMERICA শব্দটির বর্ণগুলি হতে প্রতিবারে 3টি বর্ণ নিয়ে কয়টি ভিন্ন ভিন্ন শব্দ গঠন হবে ?
x এর কোন মানের জন্য y = x + 1x বক্ররেখাটির ঢাল শূন্য হবে ?
3x-1≤5 এর পরম মান চিহ্ন অপসারণ করলে পাওয়া যাবে-
1011101 এর দশমিক রূপান্তর হবে-
একটি কঠিন বস্তুকে v বেগে ভূমির সাথে α কোণে নিক্ষেপ করা হলে সর্বাধিক উচ্চতাতে পৌঁছাতে সময় লাগে-
p এর মান কত হলে, x2 - 6x - 1 + p2x+1 = 0 সমীকরণটির মূলদ্বয় সমান হবে-
∫sin2 4xdx = কত ?
A = 1-22456 , B = 302-718 , A + B = কত ?
9x2 + 9y2 = 81 সমীকরণটির জ্যামিতিক অর্থ হবে-
y2 = 10x পরাবৃত্তের (parabola) নাভিলম্বের (latus rectum) দৈর্ঘ্য কত ?
একটি সরলরেখার সমীকরণ নির্ণয় কর যা 3x - y - 13 = 0 এবং x-4y + 3 = 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়া যায় এবং 5y + 2x = 0 রেখাটির উপর লম্ব হয় ।
ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাংক (3, 4), (-4, 3) এবং (8, 6) হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত ?
cos750 এর মান কত ?
A ও B দুটি অশূন্য সেট হলে, A - B ∩B এর মান হবে-
A = { x, y, z } এবং B = { 1, 2, 3 } হলে, A×B সেটে কতটি উপাদান থাকবে ? [11-12]
A ও B দুইটি সমান্তরাল ভেক্টর হলে A.A × B এর মান কত ?
কোন গাড়ি ঘন্টায় 45 মেইল বেগে চলে; 2 মিনিট 20 সেকেন্ডে ইহা কত মাইল যাবে ?
200 মাইল / ঘন্টা বেগে x ঢাকা থেকে চট্রগ্রামের দিকে এবং y একই সময়ে 150 মাইল / ঘন্টা বেগে চট্রগ্রাম থেকে ঢাকার দিকে রওনা হলো । উভয়ে যখন মিলিত হয় তখন x ও y এর মধ্যে কে ঢাকার নিকটবর্তী হবে ?
x = 2 + i হলে, 6x2 - 4x + 5 = কত ?