কোন ব্যবসায় ক, খ, ঘ এর মূলধন যথাক্রমে ৩২০, ৪০০ এবং ৪৮০ টাকা। তাদের মূলধনের অনুপাত কত?
একটি দ্রব্য ৮০ টাকায় কিনে ৬০ টাকা বিক্রয় করা হলো। শতকরা কত ক্ষতি হলে?
একটি বই বিক্রয় করার সময় বিক্রেতা লিখিত মূল্যের উপর ১৫% কমিশন প্রদান করে। বইটির লিখিত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
এক ব্যক্তি ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি মোট কত সুদ পাবেন?
কোনো আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে আসলে ৫০০ টাকা হলে আসল কত?
৮ জন লোক একটি কাজ ৬ দিনে করতে পারে। কাজটি ৩ দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে?
X টাকার X% সরল সুদে ৪ বছরের সুদ X টাকা হলে X = ?
৫০টি কলা ২০০ টাকায় কিনে ২৫টি কলা ৫০ টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে কি বলে?
এক ব্যক্তি গাড়িযোগে ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে কিছুদূর অতিক্রম করে ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করে। সে মোট ৫ ঘন্টায় মোট ২৪০ কিলোমিটার যায়। সে ৬০ কিলোমিটার বেগে কত কিলোমিটার গিয়েছিল?
টাকায় ১২টি লেবু বিক্রি করায় ২০% ক্ষতি হয়। ৬০% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে?
a+b=9m এবং a b = 18m2 হলে a − b = ?
একটি বর্গক্ষেত্রের এক বাহুsর দৈর্ঘ্য X একক। এর কর্ণের দৈর্ঘ্য কত?
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ : ৩। চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৩ : ৫। বর্তমানে পুত্রের বয়স কত?
একটি গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার, পিছনের চাকার পরিধি ৪ মিটার। গাড়িটি কত কিলোমিটার গেলে সামনের চাকা পিছনের চাকার থেকে ১০০ বার বেশি ঘুরবে?