রফিক একটি কাজ ১০ দিনে করতে পারে । শফিক ঐ কাজ ১৫ দিনে করতে পারে । তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে ?
বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করার জন্য কোনো এক সমিতির সদস্যরা ৪৫,০০০ টাকার বাজেট করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে, প্রত্যেক সদস্যই সমান টাকা চাঁদা দিবেন। কিন্তু প্রত্যেক সদস্যের মাথাপিছু ১৫ টাকা চাঁদা বৃদ্ধি পেল ।ঐ সমিতিতে কতজন সদস্য ছিলেন?
একটি বইয়ের মূল্য ২৪.০০ টাকা । এই মূল্য প্রকৃত মূল্যের ৮০% । বাকি মূল্য সরকার ভর্তুকি দেন?
একজন ব্যক্তি মালিক বেতনের ১১৫ এক অংশ যাতায়াত ভাতা পান। তার মাসিক বেতন ৯০০০ টাকা হলে ,যাতায়াত ভাতা কত?
শাহিক ২৪০ টাকায় কতকগুলো কলম কিনল। সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেতো তবে প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনল?
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭:২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৮ : ৩ হবে। তাদের বর্তমান বয়স কত?
1-x21-x এর লঘিষ্ঠ রুপ নিচের কোনটি?
x+2x=3 হলে x3 +8x3 এর মান কত?
একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে, বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত?
দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
বৃত্তের ব্যাস বৃদ্ধি পেয়ে তিনগুণ হলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে হয়-
জ্যা শব্দের অর্থ -
3x2-x +5=0 সমীকরণে x এর সহগ কত?
ধানে চাল ও তুষের অনুপাত ৭ : ৩ হলে, এতে শতকরা কী পরিমাণ চাল আছে?
x2-7x+6 এর উৎপাদকে বিশ্লেষিত রুপ নিচের কোনটি?
a4+4 এর উৎপাদক কোনটি?
১ + ২ + ৩ + .... + ৯৯ = কত ?
যদি (x-y,3)=(0, x +2y) হয় ,তবে (x-y) = কত?
একটি চাকার ব্যাস ৪.২ মিটার। চাকাটি ৩৩০ মিটার পথ অতিক্রম করতে, কত বার ঘুরবে?
শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফার , ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত টাকা?
6a2bc,8ab2c, 6a2b2c এর ল.সা.গু কোনটি?
৭.৫ এবং ৮ : ৯ দুইটি অনুপাত হলে, এদের ধারাবাহিক অনুপাত -
১ + ২ + ৩+ ৪ + ..... + ১৯ = কত?
একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত ১ : ২ : ৩ হলে, ত্রিভুজটি হবে -
কোনো শ্রেণির ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২০ জন ফুটবল এবং ১৫ জন ক্রিকেট খেলা পছন্দ করে। দুইটির যে কোনো কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না?
ঘন্টায় ৪ কিমি গতি বৃদ্ধি করায় ৩২ কিমি পথ অতিক্রম করতে ৪ ঘন্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত কিমি ছিল?
একটি ঘনকে কয়টি সমকোণ থাকে?