একটি কলম ২৫ টাকা কলম ২৫ টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় ৩৫ বিক্রয় করলে ৩৫ টাকা লাভ হয়। উহার ক্রয়মূল্য কত?
১০০ জন শিক্ষার্থীর গণিতে গড় নম্বর ৭০, এদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে ছাত্রদের গড় নম্বর কত?
ক এর চেয়ে খ ততোখানি ছোট যতোখানি বড় গ এর চেয়ে। ক এবং গ এর বয়সের সমষ্টি ৪৮। খ এর বয়স কত?
0.0273 = ?
৬ জন তাঁত শ্রমিক ৬ দিনে ৬টি কাপড় বুনতে পারে। একই ধরনের ৯টি কাপড় ৯ জন শ্রমিকের বুনতে কত দিন লাগবে?
একটি বৃত্তের ব্যাসার্ধ ২০% কমে, তবে বৃত্তের ক্ষেত্রফল কত কমবে?
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল হয় ঐ সংখ্যাটি। সংখ্যাটি কত?
৭১৭ এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ৩৫ হবে?
a + b = 5 এবং a – b = 3 হলে ab এর মান কত?
তিনটি সংখ্যার গড় ৫৬। যদি ১ম সংখ্যাটি ২য় সংখ্যার দ্বিগুণ এবং ৩য় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
১৩ সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্র হতে ১৪ সে. মি. দীর্ঘ জ্যা – এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে
বৃত্তস্থ সামান্তরিক একটি
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ৪ মিটাম বেশী। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
১৮ মিটার দীর্ঘ একটি মই ভুমির সাথে ৩০° কোনে উনীত করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেওয়ালটির দৈর্ঘ্য কত?
36 + 3
কোন ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ∆ABC অন্তর্লিখিত, ÐB0C = 118°Ð BCO = ?
৭ জন পুরুষ ও ৪ জন মহিলার মধ্য থেকে ৪ জনের একটি কমিটি গঠন করতে হবে। অন্তত ১ জন মহিলাকে নিয়ে মোট কত প্রকারের কমিটি গঠন হতে পারে?
একজন ভদ্র মহিলার বয়সের সংখ্যার অংকগুলির স্থান পরিবর্তন করলে তা তার স্বামীর বয়সের সমান হবে। তার স্বামী তার চেয়ে বড় এবং তাদের বয়সের পার্থক্য হলো তাদের বয়সের যোগফলের ১১১ ভাগ। স্বামীর বয়স কত?
২,৬০০ টাকা আসল এরূপ দুই ভাগে ধার দেয়া হলো যাতে শতকরা ১০ টাকা হারে ৫ বছরের ১ম ভাগের সুদ হবে অন্য ভাগের শতকরা ৯ টাকা হারে ৬ বছরের সুদের সমান। শতকরা ১০ টাকা হারে কত টাকা ধার দেয়। হয়েছিল?