দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে_____বলে।
7+12+17+......ধারার ৩০টি পদের সমষ্টি কত?
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্ব যথাক্রমে ১২ সেমি ও ৫ সেমি। উহার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
x -y = 2 এবং xy =24 হলে x+y এর মান কত?
যদি কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
প্রসেসর যা পাটিগণিত এবং লজিক্যাল অপারেশন সম্পাদন করে তাকে------ বলা হয়?
secA + TanA =5/2 হলে, SecA - TanA এর মান কত?
একটি বৃত্তের ক্ষেত্রফল ৩১৪ বর্গ সেমি হলে উহার ব্যাস কত?
কোন ভগ্নাংশের লবের সাথে ৭ যোগ করলে ভগ্নাংশটির মান ২ হয় এবং হর থেকে ২ বাদ দিলে ভগ্নাংশটির মান ১ হয়।
বার্ষিক শতকরা 6 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় 15000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?
(54×8×16) / (25×125) এর মান নিম্নের কোনটি?
আয়তাকার একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ । এর ক্ষেত্রফল ৬০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?
দুইটি সংখ্যার অনুপাত 5: 7 এবং গ.সা.গু 4 হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত?
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৭ সে.মি ৮ সে.মি ও ৯ সে.মি । এর ক্ষেত্রফল নির্ণয় কর।
x+1x=5 , x3+1x3=?
Log10x=-2, X =?