টায়ালিন এনজাইম কোন রসে বিদ্যমান?
কোনটি গোনাডের হরমন?
কোন উপশ্রেণীভুক্ত উদ্ভিদের ফূলে পাপড়ি নেই?
কোনটি হর্সটেইল নামে পরিচিত?
ফার্নের পাতাকে কি বলে?
অপরাজিতা ফুল নীল বর্ণের হয় কোন পিগমেন্টের কারনে?
বীজহীন ফল সৃষ্টিতে সাহায্য করে কোনটি?
কোন ঔষধি উদ্ভিদে সার্পেন্টিন পাওয়া যায়?
ক্রোমোজোম বহির্ভূত DNA- কে কি বলে?
ধানের টুংরো রোগ সৃষ্টিকারি কে?
প্রোটিনের মূল গাঠনিক একক কি?
ডিম্বকমূল, ডিম্বকবৃন্ত ও ডিম্বকরন্ধ্র যখন একই সরল রেখাই অবস্থান করে তখন তাকে কি ধরনের ডিম্বক বলে?
ঘাতক জিনের প্রভাবে মেন্ডেলের ১ম সূত্রের ৩:১ ফিনোটাইপিক অনুপাত পরিবর্তিত হয়ে কোন অনুপাত হয়?
যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে বলে-
নিচের কোনটি মেমব্রেন এর গাঠনিক উপাদান নয়?
চর্বি জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে কোন এনজাইম?
কারো দেহে O গ্রুপের রক্ত থাকলে সে নিজের দেহে কোন গ্রুপের রক্ত নিতে পারবে?
ইনসুলিন ক্ষরণ হয় কোন গ্রন্থি থেকে?
নিচের কোনটি ম্যালেরিয়া জ্বরের লক্ষণ?
কোন গ্রন্থিকে গ্রন্থিরাজ বা প্রভুগ্রন্থি বলা হয়?
একটি প্রাথমিক ডিম্বাকোষ থেকে কয়টি ডিম্বক তৈরি হয়?
মৌমাছি পালনকে কী বলা হয়?
মানবদেহে সর্ববৃহৎ গ্রন্থি কোনটি?
রক্ত কোন ধরনের কলা?
ডান নিলয় থেকে রক্ত কোথায় যায়?
রক্তের সবচেয়ে বড় কণিকার নাম কী?
”আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স” কোথায় থাকে?
সার্বজনীন গ্রহীতা রক্ত গ্রুপের নাম কী?
কণিকাবিহীন রক্তের জলীয় অংশকে কী বলে?
শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টিড এর নাম কী?
গর্ভাশয় নিষিক্ত হওয়ার পর তা কিসে পরিণত হয়?
যে প্রক্রিয়ায় উদ্ভিদে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তার নাম কী?
কোন রঞ্জক পদার্থের কারণে উদ্ভিদের পুষ্প ও পাতা রঙ্গিন হয়?
দেশি পাটের বৈজ্ঞানিক নাম কোনটি?
DNA ও RNA এর পার্থক্য নির্ণয়কারী ক্ষারের নাম কী?
কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়াস বিভক্ত হয় দুইবার কিন্তু ক্রোমোজোম বিভক্ত হয় এক বার?
এনজাইম কোন জাতীয় পদার্থ?
শীত প্রধান দেশে কোন গোত্রের উদ্ভিদ বেশি জন্মায়?
সাইট্রিক এসিড, ফিউমারিক এসিড, অক্সালিক এসিড তৈরি করতে ব্যবহৃত হয়-
Delonix regia কোনটির বৈজ্ঞানিক নাম?
শীতকালে যে বস্তু জমা হয়ে উদ্ভিদ কোষের টিস্যূর সীভপ্লেটের ছিদ্র বহুলাংশে বন্ধ হয়ে যায় ফলে খাদ্য চলাচলের পরিমাণও হৃাস পায় তা হলো-
কোন বীজে এরিল পাওয়া যায়?
উদ্ভিদের পত্ররন্ধ্র পূর্ণখোলা থাকে-
কোনটি নিরপেক্ষ দিনের উদ্ভিদ?
নিচের কোনটি নিমজ্জিত উদ্ভিদ?
প্লাসমিড DNA কে ছেদন করতে ব্যবহৃত হয়-
সুপার রাইসে কোন ধরনের ভিটামিন বিদ্যমান?
সাবস্ট্রেটের কনফিগারেশন পরিবর্তনকারী এনজাইমকে বলা হয়-
তামাকের মোজাইক ভাইরাসকে পৃথক এবং কেলাসিত করেণ-
জৈব প্রযুক্তির মাধ্যমে E. coli ব্যবহার করে প্রস্তুত করা হয়-