1 জুল = নিম্নের কত ক্যালরি?
শূন্য মাধ্যমে এক আলোকবর্ষ সমান নিম্নের কোনটি?
একটি বৈদ্যুতিক হিটার 220 volt সরবরাহ লাইন হতে 1 amp প্রবাহ গ্রহণ করে। হিটারটি 400 ঘন্টা ব্যবহার করলে কত KWH ব্যয় হবে।
”যে সব বস্তুর স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন দিকে বিভিন্ন” তাকে বলে-
আনুভূমিক পাল্লার সমীকরণ কোনটি?
-10°C তাপমাত্রায় 0.50 কেজি ভরের বরফকে 200×103J তাপ দেয়া হলে উহার দশা কি হবে? (বরফের আপেক্ষিক তাপ = 2.1×103Jkg-1K-1 এর বরফের গলনের আপেক্ষিক সুপ্ততাপ = 3.35×105 Jkg-1)
একটি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য π/2 । বিন্দুদ্বয়ের মধ্যে পথ পার্থক্য কত?
ভূমির সঙ্গে 30° কোণে আনত মসৃন তল AB এর সর্বোচ্চ বিন্দু A থেকে একটি মসৃন বস্তু গড়িয়ে 10 sec পরে সর্বনিম্ন বিন্দু B তে আসল। ভূমি হতে A এর উচ্চতা হলো -
H উচ্চতায় অবস্থিত M ভরের এবং r ব্যাসার্ধ্যের একটি নীরেট গোলক ঘুরতে ঘুরতে একটি নতি তল দিয়ে যখন ভূমিতে নেমে আসে তখন গোলকটির গতি কত?
2 বর্গ মিলিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি পেরেকের মাথায় একটি হাতুড়ির সাহায্যে 10 নিউটন বল প্রয়োগ করা হলো। এতে পেরেকটি কাঠের ভিতর 2 সেন্টিমিটার দুরত্বের প্রবেশ করে। এতে চাপের পরিমাণ কত হবে?
74.6 kg ভরের একজন লোক 25 cm উঁচু 20 টি সিঁড়ি 10 sec এ উঠতে পারে । তার ক্ষমতা কত?
পানি সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 9/8, বায়ু, সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 3/2 । বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত?
12 cm ফোকাস দূরত্বের একটি দর্পণ থেকে কত দূরে বস্তু রাখলে বস্তুর আকারের দ্বিগুণ আকার বিশিষ্ট অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হবে?
কৌণিক ব্যাসার্ধের একক কোনটি ?
কোন পদার্থ গ্যাসীয় অবস্থা হতে তরল অবস্থায় উন্নীত হলে-
মসৃণ পুলির উপর দিয়ে অতিক্রান্ত একটি সুতার এক প্রান্তে আটকানো 9 kg ভরের একটি বস্তু 6 kg ভরের একটি বস্তুকে টেনে উপরে তুলছে। বস্তু দুইটির সাধারন ত্বরণ হবে-
বল প্রয়োগের ফলে একটি তারের দৈর্ঘ্য 1% পরিবর্তন হলে, এর ব্যাস শতকরা কত ভাগ পরিবর্তন হবে? পয়সনের অনুপাত 0.2
যদি কোন কনার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব এবং এর মান অপরটির মানের এক-তৃতীয়াংশের সমান হয়, তবে বলদ্বয়ের মানের অনুপাত হবে-
36 kg ভরের একটি বস্তুর উপর কি পরিমান বল প্রয়োগ করলে এক মিনিটে এর বেগ ঘন্টায় 15 km বৃদ্ধি পাবে?
একটি মোটর গাড়ির হর্ণ দিয়ে 100 Hz কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করতে করতে একজন স্থির পর্যবেক্ষকের নিকট হতে একটি স্থির দেয়ালের দিকে 36 kmhr-1 বেগে চলছে। পর্যবেক্ষক প্রতি সেকেন্ডে কতগুলো স্বরকম্প গুনতে পাবে? [ বাতাসে শব্দের বেগ =332 ms-1 ]
কোন অপবর্তন গ্রেটিংয়ের প্রতি সেন্টিমিটার 6000 টি রেথা রয়েছে। এর ভিতর দিয়ে 5896 A° তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেললে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কত?
ধরি উপবৃত্তের বৃহৎ ও ক্ষুদ্র অক্ষ যথাক্রমে x ও y অক্ষ বরাবর। যদি উপবৃত্তটির ফোকাসদ্বয়ের মধ্যকার দূরত্ব 8 একক দিকাক্ষদ্বয়ের মধ্যকার দূরত্ব 18 একক হয়, তবে তার সমীকরণ হলো -
নিচের কোন বৈশিষ্ট্য বলে দেয় যে আলো একটি অনুপ্রস্থ তরঙ্গ হতে পারে?
সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত?
একটি বস্তুকে 60ms-1 বেগে এবং 30° কোণে নিক্ষেপ করা হলে বস্তুটি ভূমিতে আসতে কত সময় লাগবে-
একটি 5L বেলুনকে 25°C থেকে 50°C তাপমাত্রায় উত্তপ্ত করলে নতুন আয়তন কত হবে?
ভেক্টর রাশির মান 10 একক হলে 60o কোণে তার উপাংশের মান কত?