দুটি ভেক্টর i-2i -5k এবং 2i+i -4k এর মধ্যবর্তী কোণ কত?
2Ω,16Ω এবং 20Ω বিশিষ্ট তিনটি রোধ সমান্তরালে যুক্ত করার পর আর কত Ω রোধ সিরিজ - এ যুক্ত বরলে সর্বমোট রোধ 25Ω হবে?
42 মিনিট 200 Ω ধরে এর একটি রোধকের মধ্য দিয়ে কত মানের তড়িৎ প্রবাহিত হলে , এর ফলে সৃষ্ট তাপ দ্বারা 7.5 kg পানিকে 0°C থেকে স্ফুটনাংকে উন্নীত করা যাবে? [ পানির আপেক্ষিক তাপ 4200 Jkg-1K-1 ]
একটি 5 MeV প্রোটন খাড়া নিচের দিকে এমন একটি স্থানে গতিশীল যেখানে একটি চৌম্বক ক্ষেত্র B আনুভূমিক বরাবর দক্ষিণ থেকে উত্তর দিকে বিদ্যমান। B - এর মান 1.5 T । প্রোটনের উপর ক্রিয়াশীল বলের মান কোনটি [প্রোটনের ভর এবং আধান যথাক্রম 1.7×10-27 kg এবং 1.6×10-19C ]
4×10-3 kgm2 জড়তার ভ্রামকের একটি দন্ড চুম্বক মুক্তভাবে প্রতি দুই মিনিট 88 টি দোলান দেয়।পরীক্ষাস্থানে MH - এর মান কোনটি?
কত বেগে চললে একটি Spaceship -এর দৈর্ঘ্য আসল দৈর্ঘ্যর অর্ধেক হবে?
3000 A° তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মির শক্তি কত?
রেডিয়ামের গড় আয়ু 2341 বছর হলে, অবক্ষয় ধ্রুবকের মান কত?
একটি উভোত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 20 cm ও 40 cm লেন্সের 60 cm সামনে লক্ষ্য বস্ত রাখলে 30 cm পিছনে বিম্ব সৃষ্টি গয় লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক কত?
0.02A নিঃসারক প্রবাহের ফলে একটি ট্রানজিস্টরে 18 mA সংগ্রাহক প্রবাহ পাওয়া গেল। ট্রানজিস্টরে ভূমি প্রবাহের মান কত?
ইয়াং এর দ্বিচিড় পরীক্ষায় দুটির মধ্যবর্তী দূরত্ব 2। m এই চিড় থেকে 1 m দূরত্বে 0.295 mm প্রস্থের ডোরা তৈরি হয়। আলোর তরঙ্গদৈর্ঘ্য কোনটি?
কোন জটিল অনুবীক্ষণ যন্ত্রে অভিলক্ষ্যের ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 4 cm ও 5 cm । যদি অভিলক্ষ্য থেকে বাস্তব বিম্বের দূরত্ব 20 cm হয়, তবে ঐ অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধণ কত?
স্থির অকস্থান হতে চলমান কোন কণার অতিক্রান্ত দৃরত্ব সময়ের ঘনকের বর্গমূলের সমানুপাতিক এবং 4 এতত অতিক্রান্ত দৃরত্ব 64 একক হলে 16 ঘণ্টায় কণাটি অতিক্রম করবে-
একটি কার্ণো ইঞ্জিন 500K তাপমাত্রায় উৎস হতে J তাপ গ্রহণ করে ও তাপগ্রহকে 700 J তাপ বর্জন করে । তাপগ্রহকের তাপমাত্রা হলো-
x1 এবং x2 পয়েন্টের মধ্যে তুল্যে রোধ ।
একটি টিউনিং ফর্ক 25 cm লম্বা একটি সনোমিটার তারে 160 Hz কম্পাংকে শব্দ করে যার টান 1.55 kg.wt। প্রতি সেকেন্ডে বিটের সংখ্যা কত হবে ? (প্রতি একক দৈর্ঘ্যের ভর =0. 025 gm)
8 kHz কম্পাংঙ্কের একটি সাইরেন নিয়ে একটি পুলিশের গাড়ী 36 km / hr সববেগে। একটি উঁচু বিল্ডিং এর দিকে চলছে, যা শব্দ তরঙ্গকে প্রতিফলিত করছে। বাতাসে শব্দের বেগ 320 m/sec । গাড়ী চালক সাইরেনর যে শব্দ কম্পাঙ্ক শুনবে তা হলো :
নিচের কোনটি ধারকের শক্তির সমীকরণ নয়?
একটি তাপ যুগলের এক প্রান্ত পানি মিশ্রিত বরফে (0°C) রেখে অপর প্রান্ত t°C তাপমাত্রায় উত্তপ্ত করলে যে তাপ তড়িৎ চালক বল সৃষ্টি হয় তাকে E = 24 t - 0.06t2 দ্বারা প্রকাশ করা যায়। তাপ যুগলের নিরপেক্ষ উষ্ণতা কত?
একটি তারের মধ্যে দিয়ে 3 amp বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তারটি থেকে 0. 05 মিটারে দূরে চৌম্বক প্রাবল্য কত?
15 cm ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি সরু অবতল লেন্সে এবং 10 cm ফোকাস দূরত্ব বিশিষ্ট অন্য একটি উত্তল লেন্স সমঅক্ষে সংস্পর্শে রাখা হলো। তুল্য লেন্সের শক্তি বের কর।
0.2 mm ব্যবধান বিশিষ্ট দুইটি চিড় হতে 50 cm দূরত্বে অবস্থিত পর্দার উপর ব্যাতিচার সজ্জা সৃষ্টি হলো। পরপর দুটি উজ্জল প্রট্রির মধ্যবর্তী দূরত্ব 1.42 mm । ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলো -
M ভরের R ব্যাসার্ধের একটি বৃত্তাকার সিলিন্ডারের জড়তার ভ্রামক জ্যামিতিক অক্ষের সমান্তরাল কিনার স্পর্শক এর সাপেক্ষে কত হবে?
একটি বড় পাত্রের আয়তন 480 cm3 এবং তাপমাত্রা 293 K । তাপমাত্রা 298 K এ উন্নীত করলে শতকরা যে পরিমাণ বায়ু বের হয়ে যাবে - (চাপ অপরিবর্তিত থাকবে)
হাইড্রোজেন পরমাণুতে যে একটি ইলেকট্রন আছে, তা নিউক্লয়াসের চারদিকে একটি বৃত্তাকার পথে অনবরত ঘুরছে। ইলকেট্রনের কৌণিক ভরবেগ L =h2π । ইলেকট্রনের চৌম্বক ভ্রামক হলো -
সোডিয়ামের সূচন তরঙ্গ দৈর্ঘ্য 6800 A° । সেডিয়ামের কার্যাপেক্ষক হলো -
মেসনের গড় আয়ু 2 ×10-8sec । 0.8 c বেগে গতিশীল মেসনের গড় আয়ু হলো -
যে যন্ত্রাংশ দিক পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে এক দিকবর্তী করে তার নাম -
0.2 cm পুরু একটি ধাতব পাতের বিপরীত মুখে তাপমাত্রার পার্থক্য 100 °C । পাতের ক্ষেত্রফল যদি 200 cm3 হয়, তাহলে প্রতি মিনিটে পাতটির মধ্য দিয়ে কী পরিমাণ তাপ প্রবাহিত হবে? ? [ k =0.2 ]
1646 K তাপমাত্রায় একটি কৃষ্ণ বস্তু 1.78 micron তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ শক্তি বিকিরণ করে। চাঁদের তাপমাত্রা নির্ণয় কর। (চাঁদের কৃষ্ণ বস্তু ধরে) যদি চাঁদের λm এর মান 1 4 micron হয় ।
একটি 0.2 kg ওজনের মুঠোফোন একটি বইয়ের উপর স্থির অবস্থায় রাখা আছে। বইটিকে অনুভূমিকের সাথে কত কোণে হেলানো হলে বইয়ের উপরিতল হতে মুঠোফোনটি গড়িয়ে নামতে থাকবে? (μs=0.3)
0.02 cm বেধের একটি সরু চিড়ে ফ্রনহফার অপবর্তনে পট্রি পেতে ব্যবহৃত লেন্স হতে পর্দা 2 m দূরে রাখা হলাে। যদি প্রথম অবম বিন্দুটি কেন্দ্রীয় চরম বিন্দুর যে কোন পাশে 5mm এ অবস্থান করে , তাহলে ব্যবহৃত লেন্সটির তরঙ্গ দৈর্ঘ্য বের কর।
একটি কণার উপর (6i∧-5j∧+k∧)N বল প্রয়োগের ফলে কণাটি কিছুদূর সরে যায় এবং 10 J কাজ সম্পাদিত হয়। সরণ কত?
ভূ -পৃষ্ট হতে কত উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান ভূ -পৃষ্টের অভিকর্ষজ ত্বরণের অর্ধেক হবে? (পৃথিকীর ব্যাসার্ধ = 6.38×106m)
একটি সরল দোলকের দোলনকাল T । দোলকটিকে উপর দিকে g /3 সমত্বরণে উঠতে থাকা লিফটের ভিতর নেওয়া হলে দোলানকালকত হবে?
1 mm2 প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে - (ইস্পাতের তারের ইয়ং এর গুণাঙ্ক= =2 ×1011Nm-2)
3×10-3m ব্যাসার্ধ বিশিষ্ট সাবানের বুদবুদের পৃষ্ট শক্তি নির্ণয় কর। সাবান মিশ্রণের পৃষ্টটান 20 ×10-3 N/m
কোন তাপমান যন্ত্র 0°C তাপমাত্রায় 0.5°C পাঠ দেয় এবং 100°C তাপমাত্রায় 100.8°C পাঠ দেয়। 26°C তাপমাত্রায় যন্ত্রটি কত পাঠ দিবে?
একটি গ্যাসকে স্বাভাবিক চাপে (1.013 Pa) আয়তন 10 লিটার থেকে 2 লিটারে সংকুচিত করা হলে 500 J তাপ শক্তি সিস্টেম থেকে বেরিয়ে যায়। গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন বের কর।
2000 K তাপমাত্রার একটি কৃষ্ণ বস্তুর প্রতি সেকেন্ডে বিকির্ণ তাপের পরিমাণ কত হবে?
সমান ধারকত্বের দু'টি ধারকের সমান্তরাল সমবায়ে থাকাকালীন ধারকত্ব শ্রেণিবদ্ধ সমবায়ে ধারকত্বের কতগুণ হবে?
দ্বিগুণ
তিনগুণ
চারগুণ
পাঁচগুণ
একটি অভিসারী ও একটি অপসারী লেন্সের ক্ষমতা যথাক্রমে 3.5D ও 2.5D । সংযু্ক্ত লেন্সের তুল্য ফোকাস দূরত্ব কত হবে?
একটি হাত ঘড়ির সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্য 1.7 cm সেকেন্ডের কাঁটাটির প্রান্তের রৈখিক বেগ কত হবে ?
একক ক্ষত্রফল এবং 2 × 1011 Nm-2 ইয়ং গুনাঙ্ক বিশিষ্ট ইস্পাতের তারের দৈর্ঘ্য 1 mm তারটি টেনে 1 mm প্রসারিত করলে কত জুল কাজ সম্পন্ন হবে?
পানির ভিতর তরঙ্গ দৈর্ঘ্য 5.8 m, পানিতে শব্দের বেগ 145 m/sec হলে, কম্পাঙ্ক কত হবে?
একটি কৃষ্ণবস্তু 400 K তাপমাত্রায় কী পরিমাণ শক্তি বিকিরণ করবে?
কোন তাপমাত্রায় শব্দের দ্রুতি 0°C তাপমাত্রায় শব্দের দ্রুতির দ্বিগুণ হবে?
বায়ুতে এক কুলম্বের দু’টি আধান পরস্পর থেকে 1 km ব্যবধানে অবস্থিত হলে, এদের মধ্যকার বল কত হবে?
যদি কোনো আণবিক বোমার ফিশন প্রক্রিয়ায় 1 kg ভর লোপ পায় তবে নির্গত শক্তি কত হবে?
একটি বোমারু বিমান 120 m/sec বেগে ভূমির সমান্তরালে চলা অবস্থায় একটি বোমা নিক্ষেপ করলো । উহার 10 sec পরে ভূমিতে পতিত হলো।কত উপর থেকে বোমাটি ফেলা হয়েছিল?