রাশেদ ১২০ টাকায় কয়েকটি মার্বেল কিনল। সে যদি ঐ টাকায় ২ টি মার্বেল বেশি পেত , তবে প্রতিটি মার্বেলের দাম গড়ে ২ টাকা কম পড়ত। সে আসলে কতটি মার্বেল কিনেছিল?
এক সমকোণ থেকে বড় , কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে .... বলা হয়।
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ৩ গুণ বৃদ্ধি পেলে, ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
রহমান সাহেবের বর্তমান বয়স তার পুত্রের বয়সের ৬ গুণ। ৮ বছর পূর্বে রহমান সাহেবের বয়স ছিল ২৮ বছর। ৭ বছর পর তার পুত্রের বয়স কত হবে?
একটি লঞ্চে যাত্রী সংখ্যা ৫০ । মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ১৫ টাকা এবং মোট ভাড়া ১২০০ টাকা হলে, কেবিনের যাত্রী কত?
দুটি সংখ্যার অনুপাত ৩ :৪ তাদের ল.সা,গু ১০৮ । সংখ্যা দুটির যোগফল কত?
একটি ক্রিকেট দলে ১১ জন খেলোয়াড়ের বয়সের গড় ২৫ বছর। তাদের মধ্যে একজনের বয়স ৩৫ বছর হলে, বাকি ১০ জনের গড় কত বছর হবে?
১৫ জন চাষীর একটি জমির ফসল কাটতে ২১ দিন লাগল। ৪৫ জন চাষীর ঐ জমির ফসল কাটতে কতদিন লাগবে?
একটি বর্গাকার জমির দৈর্ঘ্য ১০ মিটার। দুইটি কোণাকুণি আইল দ্বারা একে চারটি সমান ত্রিভুজাকার ভাগে ভাগ করা হল। প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ মিটার?
কোনো ব্যাংকে টাকা জমা রাখলে তা ৫ বছর পর দ্বিগুণ হয়ে যায়। সরল সুদের হার কত?
একটি বই ১৫০ টাকায় বিক্রয় করায় ২৫% ক্ষতি হয়। বইটির ক্রয়মূল্য কত টাকা ছিল?
রহিম তার বেতনের টাকার ১/৫ অংশ খরচ করে একটি শার্ট এবং ৫০০ টাকা খরচ করে একটি প্যান্ট কিনলো । এই টাকা খরচ করার পর তার কাছে বেতনের ৪০ শতাংশ টাকা রয়ে গেল। রহিম কত টাকা বেতন পেয়েছিল?
২১ , ২৮, ৮৪, এবং ৫৬ এর ল.সা.গু কত?
ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব ১২০ কিলোমিটার। একটি বাস কত ঘন্টায় ঢাকা থেকে ময়মনসিংহ পৌঁছাবে যদি বাসটির গড় গতিবেগ ১৫ কি.মি. /ঘন্টা হয়?
একটি সংখ্যাকে ৪৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২৩ থাকে। যদি ঐ সংখ্যাটিকে ৯ দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ কত হবে?
একজন ক্রিকেটারের ১০ ইনিংসে রানের গড় ৪৪.৫ । ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে, সব ইনিংস মিলিয়ে তার রানের গড় ৫০ হবে?
বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কী?
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৫ : ৬ : ৭ হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি?
'নীলগিরি' নামক পর্যটন স্থানটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
'SDG's ' এর পূর্ণরুপ কী?
মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
নিচের কোন সালটি অধিবর্ষ ( Leap Year)?
ভাওয়াইয়া গান বাংলাদেশের কোন অঞ্চলের প্রচলিত পল্লীগীতি?
বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় কোন তারিখে?
নিচের কোন দেশেকে হাজার দ্বীপের দেশ বলা হয়?
বিভিন্ন দেশের শিশুদের উন্নতি, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে জাতিসংঘের কোন প্রতিষ্ঠানটি কাজ করে?
থাইল্যান্ডের মুদ্রার নাম কী?
সীতাকোট বিহার কোথায় অবস্থিত?
জিম্বাবুয়ে দেশটি কোন মহাদেশে অবস্থিত ?
বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদরদপ্তর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে কোন সালে?
২০২১
২০৪৬
২০৭১
২০৯১
নিচের কোন স্থানের ভৌগোলিক উপনাম 'বারো আউলিয়ার দেশ?
আয়তনের ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
Alam always ... the truth .
Maisha did he job without having ..... interest in it .
Life is .... short to worry about.
He could not succeed despite working hard.
You can ask help by dialing the hotline number .
Runa is tallest girl in the class.
He was born a rich family.
Vision 2021 aims making Bangladesh a middle income country .
Confidential
Inefficient
Imaginary
Opponent
Hospitable
Choose the correctly spelled word .
নিচের কোন শব্দে বাংলা উপসর্গ আছে?
নিচের কোনটি ফার্সি ভাষা হতে আগত শব্দ?
'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ কী?
'অপচয়' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
'কল্লোল' শব্দটির অর্থ কী?
নিচের কোনটি 'অন্বেষণ' শব্দের সন্ধি -বিচ্ছেদ ?
প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল....
'হাজার বছর ধরে' কোন ধরনের রচনা?
'অনিন্দ্য' শব্দের অর্থ কোনটি?
'হাতি' শব্দটির বহুবচন কোনটি?
বাংলা ব্যাকরণ শব্দ রয়েছে .... প্রকার।
'লিখিতেছিলন' শব্দটির চলিত রুপ কোনটি?
'কাছা ঢিলা' বাগধারাটির অর্থ কী?
'বন্ধন' শব্দের বিপরীত শব্দ কোনটি?
'পোকা-মাকড়' কোন সমাসযোগে গঠিত শব্দ?
'সচেষ্ট ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
নিচের কোনটি 'ষড়ানন' শব্দের সন্ধিবিচ্ছদ?
একটি সংখ্যার ৩০% যদি ১৩৫ হয়, তবে সংখ্যাটির ১৫০% কত হবে?
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়?
বর্তমানে বাংলাদেশে মোট কতগুলো সিটি কর্পোরেশন রয়েছে?
২০১৯ সালের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় রানার্সআপ হয় কোন দেশ?
The train.... before Jashim reached the station.
I am looking forward to ..... a reply from you.
নিচের কোনটি পর্বত শব্দের প্রতিশব্দ নয়?
'যে শুনেই মনে রাখতে পারে' তাকে এক কথায় কী বলে?