একটি আলফা কনিকার চার্জ হল-
অর্ধপরিবাহীকে n-টাইপ করার জন্য যে অপদ্রব্য ব্যবহার করা হয়-
একটি সমতল নিঃসরন গ্রেটিং এ 644nm তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি আপতিত হয়ে দ্বিতীয় ক্রমে 50.6 ͦ কোণে অপবর্তিত হয়। ঐ গ্রেটিং এ প্রতি মিলিমিটারে রেখার সংখ্যা কত?
12 cm তরঙ্গ দৈর্ঘ্যের দুটি তরঙ্গের পথ পার্থক্য 6 cm । দশা পার্থক্য কত?
কোন রঙের আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম-
সাদা আলোক রশ্মি কাচের প্রিজমের ভিতর দিয়ে গমন করলে নির্গত রশ্মি সাতটি বর্ণে বিভক্ত হয়ে এরা প্রিজমের ভুমির দিকে বিচ্যুত হয়। সব থেকে কম বেকে যায় যে রশ্মি তার ব্রণ-
একটি উত্তল লেন্সের 0.3cm দূরে একটি বস্তু স্থাপন করলে 3 গুন বিবর্ধিত বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। লেন্সটির ফোকাস দূরত্ব-
একটি 4μF ধারককে 50V ব্যাটারি দিয়ে চার্জিত করাহল। তারপর ঐ ধারককে 2MΩ রোধের ভেতর দিয়ে ডিসচার্জ করা হলে ঐ ধারকের প্রান্তে 8sec এ বিভব পার্থক্য করে যে মান গয়-
একটি 100W বাল্ব 220V সরবরাহ লাইনেসংযুক্ত আছে। ঐ বাল্বটীর ফিলামেন্টের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ কত?
একটি মিটার ব্রিজের বাম ফাকে 4Ω এবং ডান ফাকে 6Ω রোধ যুক্ত করলে সাম্য বিন্দু কোথায় হবে?
যদি A=3i+3j+3k এবং B=2i+j-3k হয়, তবে তাদের মধ্যবর্তী কোণ কত?
10000 N/C তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রনের উপর বল কত?
বায়ু ভর্তি দুটি সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.1cm । এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 1.0F হলে প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল কত?
প্রমান তাপমাত্রা ও চাপে বায়ুতে শব্দের বেগ 332m/s হলে 27 ͦC তাপমাত্রা এবং পারদের 74cm চাপে শব্দের বেগ নির্ণয় কর?
0.4m দীর্ঘ 1.2g ভরের একটি তার 120N বলে টানা আছে। এর স্পন্দনের মৌলিক কম্পাঙ্ক কত?
100 ͦC তাপমাত্রার 2Kg পানিকে 100 ͦC তাপমাত্রার বাষ্পে পরিনত করলে এন্ট্রপির পরিবর্তন হবে-
পারদের 0.755m চাপে এ 15 ͦC তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন 12500 ঘনমিটার। প্রমান তাপমাত্রা ও চাপে ঐ গ্যাসের আয়তন-
তিনটি গ্যাস অনুর বেগ হচ্ছে 25m/s, 30m/s, 35m/s । তাদের মূল গড় বর্গবেগ-
একটি স্প্রিং এ 1kg ভর ঝুলানো হল। এতে এর দৈর্ঘ্য 1m বৃদ্ধি পেলে স্প্রিং ধ্রবক-
কোন বস্তুকে আনুভূমিকের সাথে 30 ͦ কোণে 200m/s বেগে নিক্ষেপ করা হল। সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগবে-
একটী গাড়ী 72km/h বেগে চলা থেকে ব্রেক কষে 10sec এ থামানো হল। এর মন্দন কত?
0.35 m দীর্ঘ এবং 0.02 mm ব্যাসার্ধের একটি অ্যালুমিনিয়াম তারের দৈর্ঘ্য 1.4 mm বৃদ্ধি করা হল। অ্যালুমিনিয়ামের ইয়ং -এর গুনাঙ্ক 7.0 ×1010 N/m2 A0;হলে, তারটির পীড়ন কত?
একটি স্ক্র-গিজ এর বৃত্তাকার স্কেল সম্পূর্ণ এক পাক ঘুরলে রৈখিক স্কেল বরাবর 0.5mm দৈর্ঘ অতিক্রম করে। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 হলে, এর লঘিষ্ঠ গনন কত?
সরল দোলন গতিসম্পন্ন একটি কনার বিস্তার 0.05 m এবং দোলনকাল 12.0 s। কনাটির সর্বোচ্চ বেগ কত?
কোন ফোটনের কম্পাঙ্ক 7.0 ×1014 Hz । ঐ ফোটনের শক্তি কত?