আবদুল করিম আবদুর রহিমের চাইতে ৩ বছেরর ছোট । আফজালের বয়স আবদুল করিমের থেকে ২ বছর কম । মুমিনের বয়স যখন ৫ তখন আবদুল করিম জন্মেছে। তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স ৫২ হলে আফজালের বয়স কত?
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর । আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ২৬ বছর । পুত্রের বয়স কত?
পিয়াঁজের দাম ২৫% বৃদ্ধি পেল। খরচ সমান রাখতে পিয়াঁজের ব্যবহার কত কমাতে হবে?
একটি রেসিপিতে তিনটি ডিম এবং দুই কাপ দুধ প্রয়োজন। যদি উক্ত রেসিপিতে আটটি ডিম ব্যবহার করা হয় তবে কত কাপ দুধ প্রয়োজন?
a +b =2 , a -b =0 হলে a/b =কত?
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য ১৪ গজ হলে শীর্ষ বিন্দু হতে ভূমির উপর অংকিত লম্বের দৈর্ঘ্য কত?
১৩ সে. মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সেমি দূরত্ব অবস্থিত জ্যা -এর দৈর্ঘ্য কত?
১,৩,৫ কি সংখ্যা ?
a+1a=3 হলে a3+1a3 এর মান কত?
কোন ক্লাসে x সংখ্যক ছাত্রী আছে এবং ছাত্রী ও ছাত্রের অনুপাত a:b । ক্লাসে কতজন ছাত্র আছে?
একটি নতুন বাইসালেকেলর দাম ২,৫০০ টাকা । প্রতি বছর শেষে সাইকেলটির মূল্য পূর্বতন মূল্যের ৪/৫ এ দাঁড়ায় । ৩য় বছর শেষে সাইকেলটির মূল্য কত হবে?