'বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি , ক্ষণেক চাঁদ " --- চরণ দুটি কার লেখা?
বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী?
'উগ্র' শব্দের বিপরীতার্থক শব্দ--
'ময়নামতির চর'--- এর রচয়িতা---
'ক্ষ' যুক্তবর্ণটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
শুদ্ধ বাক্য কোনটি?
কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস?
'ক্ষমার যোগ্য' -এর বাক্যসংকোচন--
'ষড়ঋতু' শব্দের সন্ধিবিচ্ছেদ ---
কোন বানানটি শুদ্ধ?
'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ।'--- এই বাক্যে 'কী' এর অর্থ--
'সওগত' -- পত্রিকার সম্পাদক কে ছিলেন?
'বনফুল' নিম্নোক্ত কোন লেখকের নাম?
'সিরাজাম মুনীরা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ --
'পেয়ারা' কোন ভাষা খেকে আগত?
'ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ' কে রচনা করেন?
যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় --
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন গ্রন্থটি নজরুলকে উৎসর্গ করেন?
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা কোনটি?