একটি ছাত্রাবাসে ৫০ জনের ১৫ দিনের খাদ্য মজুদ আছে। ঐ খাদ্যে ৩০ জনের কত দিন যাবে?
নীচের কোন সালের ফেব্রুয়ারি মাস ২৯ দিন?
৫ অংকের ক্ষুদ্রতম সংখ্যা এবং ৪ অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
এক ব্যক্তি আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে মোট আয় কত?
a + b = 9, a - b = 7 হলে ab এর মান কত?
একটি সংখ্যার ৩ গুণের সাথে এর দ্বিগুণ যোগ করলে যোগফল ৯০ হয় সংখ্যাটি কত?
একটি ত্রিভুজের ভূমি ৪ মিটার উচ্চতা ৩ মিটার। ক্ষেত্রফল কত?
দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুতে কত ডিগ্রী কোণ উৎপন্ন হয়?
৩ টার সময় ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটায় অন্তর্ভুক্ত কোণ কত?
a - b = 3, ab = 4 হলে a2+b2 এর মান কত?
x2−16 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়?
x+1x=6 হলে, x-1x2 এর মান কত?
রুনার বয়স ৩ বছর ও তার ভাইয়ের বয়স ৬ মাস হলে তাদের বয়সের অনুপাত?
a = b হলে, a3-7a2b+7ab2-b3 = কত?
একটি পরীক্ষায় জামাল ও কামাল যথাক্রমে ৯০% ও ৮০% নম্বর পায়। পরীক্ষায় মোট নম্বর ৮০০ হলে উভয়ের প্রাপ্ত নম্বরের ব্যবধান কত?