A= {1, 3, 5, 7} হলে A এর প্রকৃত উপসেট কয়টি?
ক্রিকেট খেলায় নাঈম ও আকিবের মোট রান সংখ্যা ৫৮। নাঈমের রান আকিবের রান সংখ্যা দ্বিগুণের চেয়ে ৫ কম। ঐ খেলায় আকিবের রান সংখ্যা কত?
একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ ১৬০০ টাকায় কিনে প্রতিটি মাছ ৩৫০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ ও ক্ষতি হবে?
১০% মুনাফায় কত টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
একজন দৌড়বিদ ৪০০ মি. বিশিষ্ট গোলাকার ট্র্যাকে ২৪ চক্কর দৌড়ালে, সে কত দূর দৌড়াল?
3x2+x+10 এর উৎপাদক কত?
a+1a=5 হলে a-1a=?
logx25=2 হলে x এর মান কত?
যদি QP=14 হয়, তবে P+QP-Qএর মান কত?
একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৮০ ডিগ্রি হলে, অপর যেকোনো একটি কোণের মান কত?
একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ১৪৪ বর্গমিটার । এর উচ্চতা ১২ মি. হলে ভূমির দৈর্ঘ্য কত?
a+b=12 এবং ab=35 হলে a2+b2 এর মান কত?
বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান পরিধিস্থ কোণের মান কেন্দ্রস্থ কোণের কত গুণ?
৪৫ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত?
যদি কোনে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ২০% বৃদ্ধি পায়, তবে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?