১০ টি সংখ্যার যোগফল ৪৬২ । প্রথম চারটির গড় ৫২ এবং শেষ পাঁচটির গড় ৩৮ । পঞ্চম সংখ্যাটি কত ?
(০.০০৩)2 = কত ?
দুই অংকবিশিষ্ট কোনো সংখ্যার দশকের অংকের সাথে ৩ যোগ করলে এবং এককের অংক থেকে ২ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার তিনগুণ হয় । সংখ্যাটি কত ?
f(x)=x2+1/(x-1) - 1 হলে, কোনটি সঠিক ?
m-1/m=2 হলে, m4+1/m4= কত ?
একটি সংখ্যার ২০ শতাংশের ৮০ শতাংশ যদি ১২.৮ হয়, সংখ্যাটি কত ?
বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদ-আসলে ৪৭৬ টাকা হবে ?
একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ খানা বেঞ্চ খালি থাকে । কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন দাঁড়িয়ে থাকতে হয় । ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত ?
একটি মাঠের প্রস্থ আরও ১০ মিটার বেশি হলে এটি ১০০০০ বর্গমিটার ক্ষেত্রবিশিষ্ট বর্গাকার মাঠ হত । মাঠটির প্রস্থ কত মিটার ?
শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র/ছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলো । অতিরিক্ত ১০ জন ছাত্র/ছাত্রী যাওয়ার প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেলে, বাসে কতজন ছাত্র/ছাত্রী গিয়েছিলো ?
কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে । কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে । যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে, তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে ?
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ঃ২ । ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে ?
এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর ৫০% হিসাব করে বিক্রয়মূল্য নির্ধারণ করে । সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে । তার মোটের উপর শতকরা কত লাভ হবে ?
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ । আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে, উহার পরিসীমা কত ?
৬০ থেকে ৮০-এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত হবে ?