একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ । ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অংকিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত ?
৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫% । কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ ৪০% হবে ?
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে ?
নিচের ধারাটির পরবর্তী সংখ্যাটি কত ? ৮, ১১, ১৭, ২৯, ৫৩, ...............
একটি ক্রিকেট দলের যতজন স্ট্যাম্প আউট হল তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো । যদি খেলোয়াড়রা শুধুমাত্র এই তিন উপায়েই আউট হন তাহলে দলের কতজন কট আউট হয়েছেন ?
যদি x = ১-৩t এবং y= ২t-১ হয় , তবে t- এর কোন মানের জন্য x = y হবে?
নিচের কোনটি ০.০৬২৫-এর সমান ?
দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরাল ভাবে চলে যাচ্ছে । কত মিটার দূরে লাইন দুটি একে অন্যকে ছেদ করবে ?
বিশটি পুরস্কার মোট প্রতিযোগীর শতকরা পাঁচ ভাগকে দেয়া হল এবং কেউই একটির বেশি পুরস্কার পায়নি । মোট প্রতিযোগীর সংখ্যা কত ?
একটি বনভোজনে ২৪০ জন উপস্থিত ছিল । এর মধ্যে পুরুষের সংখ্যা মহিলা অপেক্ষা ২০ জন বেশি ছিল এবং প্রাপ্ত বয়স্কদের সংখ্যা শিশু অপেক্ষা ২০ জন বেশি ছিল । এতে পুরুষের সংখ্যা কতজন ছিল ?
একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ২০০ বর্গমিটার । এর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে ক্ষেত্রটির পরিসীমা কত ?
একজন ব্যক্তি ২০০৭, ২০০৮ ও ২০০৯ সালের প্রত্যেক বছরই আগের বছরের তুলনায় ১০% বেশি বেতন পেয়ে থাকলে সে ২০০৯ সালে ২০০৭ সালের চেয়ে শতকরা কত বেশি বেতন পেয়েছে ?
রবিনের আয় তুহিনের চেয়ে ২৫% বেশি । তুহিনের আয় রবিনের চেয়ে শতকরা কত কম ?
শতকরা ২০ ভাগ কমিশন দেয়ার পর একটি দ্রব্য ৪.৮০ টাকায় বিক্রি হলে দ্রব্যটির আসল দাম কত ?
একটি প্রিন্টার প্রতি সেকেন্ড ২ পৃষ্ঠা প্রিন্ট করতে পারে । ৫০৪০ পৃষ্ঠা প্রিন্ট করতে প্রিন্টারটির কত মিনিট সময় লাগবে ?
দুই অংক বিশিষ্ট কোনো সংখ্যার যোগফল ১০ । যদি সংখ্যাটি থেকে ৭২ বিয়োগ করা হয় তাহলে সংখ্যাটির অংকদ্বয় স্থান পরিবর্তন করে । সংখ্যাটি কত ?
ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটাগুলো মোট কতবার মিলিত হবে ?
a2+b2-c2+2aba2-b2+c2+2ac=?
নিচের কোনটি (2x2-x-3) উৎপাদক/
a+1a=3 হলেa4+(1a)4=?
চিত্রে ∆ABC এর x কোণের মান কত ডিগ্রি?
প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোণ চিত্রটি হবে তা (ক) (খ) অথবা (ঘ) থেকে নির্বাচিত করুন।
একজন দোকানদার ৭12% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হত এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হত, তাহলে তার ২০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মুল্য কত?
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার এককের অংক দশকের অংক অপেক্ষা ৩ বেশি । সংখ্যাটি এর অংকদ্বয়ের সমষ্টির তিনগুন অপেক্ষা চার বেশি । সংখ্যাটি কত ?
যদি a>b এবং c<0 হয় তবে নিচের কোনটি সত্য?