একটি ৫০ মিটার লম্বা মই খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে । মই এর অপর প্রান্ত হতে দ্যালের দূরত্ব কত মিটার ?
জালাল বেলালের চেয়ে ১০ বছরের বড় । যদি ১০ বছর পর জালালের বয়স বেলালের বর্তমান বয়সের দ্বিগুণ হয়, তবে বেলালের বর্তমান বয়স কত ?
১০ টি সংখ্যার যোগফল ৪৬২, যদি ১ম চারটি সংখ্যার গড় ৫২ এবং শেষ ৫টি সংখ্যার গড় ৩৮ হয়, তাহলে ৫ম সংখ্যাটি কত ?
নিচের ধারাটির পরবর্তী সংখ্যাটি কত ? ১, ৪, ১৩, ৪০, ১২১, ......................
যদি a>b হয় , তবে নিচের কোনটি সঠিক ?
নিচের সমীকরণটিতে x এর মান কত ? ৬৪-১২×২+৬÷৩=x
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে ?
একটি গোলাকার মুদ্রা টেবিলে রাখা হল । এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন মুদ্রাগুলো মাঝের মুদ্রাটিকে এবং তাদের দু'পাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে ।
একটি বাক্সে লাল ও সবুজ রঙের কিছু বল আছে । এতে ৪০% বল লাল এবং বাকি বলগুলো সবুজ। আকৃতির দিক দিয়ে বাক্সের অর্ধেক সংখ্যক বল ছোট এবং অর্ধেক সংখ্যক বল বড় । ১০% বল লাল ও ছোট এবং ৩০টি বল সবুজ ও বড় । বাক্সে মোট কত গুলো বল আছে ?
একটি বাঁশের এক-পঞ্চমাংশ সাদা , এক-তৃতীয়াংশ কালো , এক-দশমাংশ লাল ও বাকি অংশ সবুজ। সবচেয়ে বেশি কোন অংশ ?
ছয়টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল সবচেয়ে বড় সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা ৩৮ বেশি । বিজোড় সংখ্যাগুলোর যোগফল কত ?
একটি বৃত্তের ব্যাসার্ধ ১০% বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল শতকরা কত বাড়বে ?
১০% হার সুদে ৬০০ টাকা চক্রবৃদ্ধি হারে ২ বছর পর সুদাসলে কত হবে ?
৫৩৫ টাকায় একটি জামা বিক্রি করায় ৭% লাভ হয়। জামাটি কত টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হত ?
একটি ত্রিভুজের তিনটি বাহুর মাপের অনুপাত ৫ঃ৬ঃ৭ । এর পরিসীমা ১৯৮ সেন্টিমিটার হলে দীর্ঘতম বাহুটি কত সেন্টিমিটার ?
একটি দ্বীপের লোকসংখ্যা ৬৫০৬৫০ । ঘূর্ণিঝড়ে ঐ দ্বীপের ২০% লোক নিহত হয় । ঘূর্ণিঝড়ের পর দ্বীপের লোকসংখ্যা কত হল ?
২টি পাইপ দ্বারা একটি ৪০০ লিটারের ট্যাংক যথাক্রমে ২ ও ৪ ঘন্টায় ভর্তি হয় । অপর একটি পাইপ এটিকে ৮ ঘন্টায় খালি করতে পারে । সবগুলো পাইপ একসাথে খুলে দিলে ১ ঘন্টা পর ট্যাংকটিতে কতটুকু পানি অবশিষ্ট থাকবে ?
একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৬ ঘন্টায় যায় ২৪ কিমি । একই নৌকা স্রোতের অনুকূলে ৪ ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করে । নৌকার বেগ ঘন্টায় কত কিমি ?
কামাল , জামাল এবং সালাম -এর দৈনিক আয় ৯০ টাকা । যদি জামাল কামালের চেয়ে ১০ টাকা বেশি আয় করে এবং সালামের আয় জামালের আয়ের দ্বিগুণ হয়, তবে কামাল ও জামালের আয়ের গড় কত ?
একটি ঘড়িতে ৬টার ঘণ্টাধ্বনি ঠিক ৬টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে। যদি ঘণ্টাধ্বনি সমান ব্যবধানে বাজে তাহলে ঐ ঘড়িতে ১২টার ঘণ্টাধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে ?