স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় ৫ কিমি। ঐরূপ নৌকাটি স্রোতের অনুকূলে ৩ ঘন্টায় ২১ কিমি পথ অতিক্রম করে। ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে?
১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় ৩০ কিমি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
৬০ লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ৭ :৩। ঐ মিশ্রণে আর কি পরিমাণ পানি মিশালে, সিরাপ ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
দুইটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের গ.সা.গু 4 হলে, সংখ্যা দুটির ল.সা.গু কত?
(2x-1)(x+3) = 2x (x+1) হলে, x = কত?
দুটি সংখ্যার বর্গের সমষ্টি 13 এবং সংখ্যা দুটির গুণফল 6 সংখ্যা দুটির বর্গের অন্তর কত?
একটি আয়তাক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেমি এবং প্রস্থ 5 সেমি হলে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত?
ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি ত্রিভুজের-
একটি আয়তাকর ঘরের দৈর্ঘ্য প্রস্থের ১১২ গুণ। তার ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার, এর পরিসীমা কত?
এক ফল বিক্রেতার মোট ফলের ১৬ অংশ লিচু , ১৮ অংশ আম, ১৪ অংশ কলা এবং ৬৬ টি কমলা ছিল। ফল বিক্রতার মোট কতগুলো ফল ছিল?
ax2+2a, x4+4x2+4 এদের গ.সা.গু কত?
x>y এবং z<0 হলে, কোনটি সঠিক?
'O' ABC বৃত্তের কেন্দ্র। OA=3 সেমি। AT এবং BT উক্ত বৃত্তের দুটি স্পর্শক, AT+BT =8 সেমি. OT= কত?
△ABC -∠A=60°,∠B এর সমদ্বিখণ্ডক রেখা 'O' বিন্দুতে মিলিত হয়েছে। ∠BOC=?
△ABC-AC বাহুকে D পর্যন্ত বাড়ানো হলো। ∠A=45°,∠ACD=120°,∠B=?
A=30° , 4CosA - 3cosA = ?
ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি ত্রিভুজের __
△ABC-PQ সমান্তরাল BC বাহু । P ও Q যথাক্রমে AB ,AC - এর ওপর অবস্থিত। AP=5 সেমি, PB= 2 সেমি , AQ=4.5 সেমি. AC= কত?
শশী সাইকেল ৩ ঘণ্টায় ১৬১২ কিমি এবং টিটু ৪১২ ঘণ্টায় ১৮৯১০ কিমি যায়। তাদের বেগের অনুপাত কত?
একজন পুরুষ যে সময়ে একটি কাজ করতে পারে একজন স্ত্রীলোক সে সময়ে তার ১/২ অংশ কাজ করতে পারে। চারজন পুরুষ যে কাজ ১০ দিনে করতে পারে, ২০ জন স্ত্রীলোক সে কাজ কত দিনে করতে পারবে?