লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘণ্টায় যথাক্রমে ১৬ও ৪ কি.মি.।নদীপথে ৪০ কি. কি. অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে?
২,৬,১২,৩৬,৭২..... এর পরবর্তী সংখ্যাটি কত?
এক ব্যবসায়ী তার উৎপাদিত পণ্যের দাম ১০% বাড়ালো অতঃপর বর্ধিত মূল্য থেকে ১০% শতাংশ কমানো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যর তুলনায় শতাংশ কত কম বা বেশি?
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০:৩ । পুত্রের বয়স ১৮ বছর হলে চার বছর পরে পিতার বয়স কত হবে?
3x যদি ১৫ থেকে ৩ অধিক হয় তবে 3x+2=?
দুটি সংখ্যার ল.সা.গু. ৮৪ ও গ.সা.গু.১৪ । একটি সংখ্যা ও অপর সংখ্যা ২/৩ অংশ হলে ছোট সংখ্যা কোনটি?
একটি সামান্তরিক বিপরীত দুইটি কোণের সমষ্টি 60 ডিগ্রি হলে অপর একটি কোণের মান কত?
দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের ১/৩ অংশ। সংখ্যা দুটির অনুপাত কত?
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১২মি. এবং উচ্চতা 5 মি. হলে এর অতিভূজ ভূমি অপেক্ষা কত সে. মি. বেশি?
একটি বর্গাকার বাগানের চারপাশ ঘিরে২মি. প্রস্থ বিশিষ্ট রাস্তা আছে। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল ১৯৬ বর্গ মি. হলে রাস্তার ক্ষেত্রফল কত?
১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত?
বার্ষিক ৮% মুনাফাসহ ১২০০ টাকার ৫ বছরের যে মানে হয়, বার্ষিক ৬% মুনাফায় কত টাকার ১০ বছরের ততো মুনাফা হবে?
কোন হোস্টেলে ৬৬ জন ছাত্রীর ২৬ দিনের খাবার ছিল।৮ দিন পর ৩০ জন ছাত্রী হোস্টেল ছেড়ে অন্যত্র চলে গেল। অবশিষ্ট খাদ্যে বাকি সাথীদের কতদিন চলবে?
একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ৫:১২:১৩ এবং পরিসীমা ১৯৫ সে. মি.। বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্যর সমষ্টি কত?
০.০৭ এর ৩% = কত?
2 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
9
10
11
কোনোটিই নয়
2x2-3x-35 এর একটি উৎপাদক x-5 হলে অপর কত?
2x+5
2x-5
x-7
কোনটিই নয়
একসারি ছেলের মধ্যে একদিক থেকে মোহন এর অবস্থান নবম এবং অপর দিক থেকে চতুর্দশ। সারিতে ছেলের সংখ্যা কত?
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত নূন্যতম কয়টি বিন্দুতে ছেদ করে?
কোন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?