কোনো দোকানদার ১২% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হলে তার ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
নিচের ফোন সংখ্যাটি মৌলিক সংখ্যা?
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি ও গ্রন্থ ১০% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
দুই অংকবিশিষ্ট একটি সংখ্যার দশকের অংক এককের অংক অপেক্ষা ২ বেশি। সংখ্যাটি এর অংকদ্বয়ের সমষ্টির ৬ গুণ অপেক্ষা ৫ বেশি। সংখ্যাটি কত?
কোন সংখ্যা ৪৭ অংশ ৮০-এর সমান।
১ কে ১০০ বার ১ দিয়ে গুণ করে গুণফলকে ১ দিয়ে ভাগ করে, ভাগফল থেকে ১ বিয়োগ করে বিয়োগফলকে ১০০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে।
একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড় ৮৩০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
কোনো অফিসে উপস্থিতির দিন ২০.০০ টাকা পাওয়া আর অনুপস্থিতির দিন ৫.০০ টাকা জরিমানা দেয়ার শর্তে এক ব্যক্তি ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে ৩৮০.০০ টাকা বেতন পেল। লোকটি ঐ অফিসে কদিন উপস্থিত ছিল?
৭,৫০০ টাকা ১: ২:৩:৪:৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য হবে-
১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি সোমবার হলে ১৯৯৮ সালের ১ ফেব্রুয়ারি কী বার ছিল?
৫-এর মান কত হলে 9-12x + ax2 একটি পূর্ণবর্ণ হবে?
(-1) × (-1) × (-1)+(-1) (-1) = কত?
x + y = 6 হলে xy-এর বৃহত্তম মান কত?
ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অংকন সম্ভব।
একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 2, লব ও হর উত্তর থেকে 5 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে ১৪ যোগ করলে যোগফল 1 হয়। ভগ্নাংশটি কত?
একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর এক বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত হবে-
একটি মইয়ের এক প্রান্ত ভূমি থেকে ১২ মিটার উঁচু একটি ঘরের জানালা বরাবর পৌছায় এবং অপর প্রান্ত ঘর থেকে ৫ মিটার দূরে থাকে। মইয়ের দৈর্ঘ্য কত?
ABC ত্রিভুজের AB = AC = 5 সে.মি.। যদি ∠A-এর সমদ্বিখণ্ডক BC বাহুকে E বিন্দুতে ছেদ করে এবং AD = 3 সে.মি. হয় তবে BC = কত?
y = 3x + 2, y=-3x+2 এবং y=-2 দ্বারা গঠিত, জ্যামিতিক চিত্রটি কী?
দুটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে ৫০% ও ৭৫% হলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে?
তিন লিটার পানির ওজন-