i-49 এর মান কত?
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৪২ সেমি এবং এর পরিসীমা ১ মিটার, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত ?
একজন চাকুরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুন হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
৬ টি সংখ্যার গড় ৮.৫ । একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে ৭.২ হয়। বাদ দেয়া সংখ্যাটি কত ?
একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?
একটি সুষম বাহুভূজের প্রত্যেকটি কোণ ১৬৮°।এর বাহু সংখ্যা কতগুলো হবে?
x+3=x+3 হলে x = কত?
a + b = 7 এবং ab = 12 হলে, 1a2+1b2 এর মান কত?
বার্ষিক ৪ ১২ % সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
P(A) = 13, P(B) =34, A ও B স্বাধীন হলে P(A∪B) এর মান কত?
8132x =1 হলে x এর মান কত?
১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ণ পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা -
দুই অঙ্কবিশিষ্ঠ একটি সংখ্যা অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়, অঙ্ক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?
১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?