একটি বস্তু স্থির অবস্থান থেকে নিচে পড়ার সময়ে 6 সেকেন্ডে 576 ফুট পথ অতিক্রম করে। বস্তুটির ত্বরণ হলো প্রতিবর্গ সেকেন্ডে -
একটি r ব্যাসার্ধের বৃত্তাকার পথে বস্তুর কৌণিক বেগ (ϖ) এবং রৈখিক বেগ (u) এর মধ্যে সম্পর্ক হলো -
ভূপৃষ্ঠের ঊর্ধ্বে h দূরত্বে ঘূর্ণায়মান উপগ্রহের বেগ হলো -
স্থিতিস্থাপক গুণাংকের মাত্রা সমীকরণ হলো -
একটি স্ত্রু- গজের বৃত্তাকার স্কেলটি 100 ভাগে বিভক্ত। এটি একবার পূর্ণ আবর্তন করলে রৈখিক স্কেলের ০.৫ মিলিমিটার সরে যায়। স্ক্রুগজটির লঘিষ্ঠ ধ্রুবক হবে -
একটি পয়োবাহী যন্ত্রের ছোট ও বড় পিস্টনের প্রস্থচ্ছেদের অনুপাত হলো 1: 20 ছোট চপদন্ড 200 N বল প্রয়োগ করা হলে বড় চাপদন্ডে বল পড়ে -
স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো -
একটি বস্তু তার আয়তনের 45 অংশ 4° সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির নিচে রেখে দিলে ভাসে । বস্তুটির আপেক্ষিক গুরুত্ব-
টানা তারে গতিশীল তীর্যক তরঙ্গের বেগ হলো -
একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার এবং দ্বিগুণ দৈর্ঘ্যের অলীক প্রতিবিম্ব সৃষ্টি করে। বস্তুর অবস্থান হলো -
একটি লেন্সের ক্ষমতা +2 ডায়প্টার । এর ফোকাস দূরত্ব হবে -
একটি f ফোকাসের উত্তল লেন্সের লক্ষ্যবস্তু 2 f দূরত্বের বাইরে হলে প্রতিবিম্ব হবে -
আদর্শ পরিবেশে পানির স্ফুনাংক -
একটি স্পন্দমান টিউনিং ফর্ক একটি উন্মুক্ত বায়ু স্তম্ভে 30 সেন্টিমিটার দূরত্বে প্রথম অনুনাদ সৃষ্টি করে। বাতাসে শব্দের বেগ 330 মিটার/ সেকেন্ড হলে ফর্কটির কম্পাঙ্ক হবে -
একটি বর্তনীতে G রোধের সান্ট ব্যবহার করা হয়েছে। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হলো -
একটি 1 দৈর্ঘ্যের A প্রস্থচ্ছেদের ρ আপেক্ষিক রোধের তারের রোধ R হলো -
একটি পুকুরের গভীরতা 12 m ও পানির প্রতিসরাঙ্ক 3 হলে , পুকুরের আপাত গভীরতা হবে -
প্রিজমের মধ্য দিয়ে সূর্যালোক গেলে যে বর্ণালী দৃষ্ট হয় এর পশ্চাতে যে প্রতিভাস তা হলো আলোর -
একটি বৈদ্যুতিক হিটার 200 ভোল্টে ব্যবহার করলে 1000 ওয়াট শক্তি খরচ করে । উত্তপ্ত অবস্থায় হিটার কয়েলটির রোধ হবে -
দুটি ধনাত্মক চার্জ বিন্দু q1 ও q2 পরস্পর থেকে x অক্ষের উপর d দূরত্বে রাখা হয়েছে। q1 ও q2 অন্তর্বর্তী বিন্দুতে q1 থেকে x দূরত্বে তড়িৎ ক্ষেত্রে শূন্য , x এর মান হবে -
কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
একটি ধাতব রডের রৈখিক প্রসারণ সহগ হলো 1.2×10-5°/C রডের তাপমাত্রা 10° সেন্টিগ্রেড বাড়ানো হলো । রডটির প্রসারণ বন্ধ করতে হলে যে পরিমাণ রৈখিক পীড়ন প্রয়োগ করতে হবে তা হলো -
দুটি ভেক্টর রাশির মান যথাক্রমে 10 ও 15 একক । এরা পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করলে ভেক্টর দুটির ভেক্টর গুণফলের মান হয়-
একটি ডি.সি মিলি অ্যামিটার (0-15 , মিলি অ্যাম্পিয়ার রেঞ্জ) দিয়ে আমরা মাপতে পারি?