৯৭২ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে বাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
৬৪ কিলোগ্রামের বালি ও পাথর টুকরার মিশ্রসে পরিমাণ ৪০% হবে?
স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ২ কি.মি এবং স্রোতের অনুকূলে নৌকায় কার্যকরী হ=গতিবেগ কত?
a+1a=3 হলে, a3+1a3= এর মান হবে-
(x-5)(a+x)=x2-25 হলে a এর মান হবে-
x+1x=2 হলে, (x+1x)2 এর মান কত?
একটি বইয়ের দৈর্ঘ্য ২৫ সে.মি এবং প্রস্থ ১৮ সে.মি । বইটির সংখ্যা ২০০ এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব ০.১ মি.মি হলে, বইটির আয়তন নির্ণয় কর।
একই হার মুনাফায় কোনো আসল ৬ বছরে মুনাফা -আসলে দ্বিগুণ হলে, কত বছরে তা মুনাফা-আসলে তিনগুণ হবে?
x4+x2-20 এর উৎপাদকে বিশ্লেষণ হল:
পরপর তিনটি সংখ্যা গুনফল ২১০ হলে তাদের যোগফল কত?