যদি ১০০০ টাকা ঋণের ওপর ৪০ টাকা সুদ ধার্য করা হয়, তবে আদায়যোগ্য ১০৪০ টাকার বিপরীতে ৪০০ টাকা আদায় হয় তা হলে আনুমানিক আদায়ের হার হচ্ছে
১০০০ টাকা ঋ দিয়ে প্রতি সপ্তাহে যদি ২৫ টাকা কিস্তি আদায় করা হয়, তাহলে বাৎসরিক সরল সুদের হার হচ্ছে ?
একটি কোম্পানির X বছরে মোট বেতন ব্যয় ছিল ৮৪,০০০ টাকা যা Y বছর এর মোট বেতন ব্যয়ের তুলনায় ২০% বেশি। Y বছরে মোট বেতন কত ছিল ?
যদি ১ টাকা বিনিয়োগ করা হয় ৮% বাৎসরিক চক্রবৃদ্ধি সুদে, ৬ বছর শেষে মোট বিনিয়োগ হবে কত ?
একটি সংখ্যার ২০ শতাংশের ৮০ শতাংশ যদি ১২.৮ হয়, সংখ্যাটি কত ?
যদি X বইয়ের প্রত্যকটির মূল্য ৫ টাকা এবং Y বইয়ের প্রত্যেকটির মূল্য ৮ টাকা হয়, তাহলে প্রতিটি বইয়ের গড় মূল্য কত হবে?
রেজা গাড়ি ভাড়া করে ১৮০ টাকা স্থির এবং ১ টাকা হারে প্রতি মাইল ।আসিফ গাড়ি ভাড়া করে ২৫০ টাকা স্থির এবং ০.৫০ টাকা হারে প্রতি মাইল। যদি প্রত্যেকে d মাইল ভ্রমণক্রে এবং প্রত্যেকের মোট ভাড়া সমান হয়, তাহলে d এর মান কত ?
যদি 17/24,1/2,3/8,3/4 এবং 9/16 সংখ্যাগুলো বৃহত্তম হতে ক্ষুদ্রতমভাবে সাজানো হয়, তাহলে মাঝখানের সংখ্যাটি কত হবে ?
একটি পেট্রোল পাম্প ১৮ মিনিটে ৮ টি গাড়িতে গ্যাস সিলিন্ডার ভর্তি করতে পারে । এই হারে ৩ ঘণ্টায় কতগুলো গাড়ির সিলিন্ডার ভর্তি করতে পারবে ?
একটি বালতির উৎপাদন খরচ ৫০ টাকা । বালতিটির উৎপাদন খরচের শতকরা ১০৮ ভাগ দাম বিক্রয়ের জন্যে দোকানে রাখা হয়েছিল । এক মাস পরে বালতিটির শতকরা ১০ ভাগ ছাড় দিয়ে বিক্রয় করা হলো ।কত দামে বালতিটি বিক্রয় করা হলো?
যদি y/x=1/3 এবং x+2y=10 হয় তাহলে x=?
একজন ট্রাক ড্রাইভারকে ৪ ঘণ্টায় ১৮০ মাইল অবশ্যই ভ্রমণ করতে হবে । যদি সে প্রথম ৩ ঘণ্টা ৫০ মাইল বেগে যায় তবে শেষ ঘণ্টায় সে কত মাইল বেগে যাবে ?
জালাল রাত হাতঘড়িটি ১৬০ টাকায় এবং চেয়ারটি ৯৬ টাকায় বিক্রয় করলো ।হাতঘড়িতে ১০% ক্ষতি এবং চেয়ারে ২০ লাভ হয়েছে । তার মোট লাভ-ক্ষতির পরিমাণ কত?
-৩-(-১০) এর মান -১০-(-৩) এর মান কত বেশি ?
ক একটি কাজ ১০ দিনে এবং খ তা ১৫ দিনে করতে পারে, তারা একত্রে ৫ দিন কাজ করল এবং বাকি অংশ গ এর জন্য রেখে দিল। গ-কে ঐ কাজটির কত অংশ সম্পন্ন করতে হবে ?
একটি লোক বছরের অন্যান্য মাসে যা উৎপাদন করে আগস্ট মাসে তার দ্বিগুণ উৎপন্ন করে ।আগস্ট মাসে তা উৎপাদনের পরিমাণ অন্যান্য মাসের কত ভাগ?
একটি জিনিস ১২৬ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে ?
একজন দোকানদার ৩২০টি আম বিক্রয় করে ৪০০টি আমের ক্রয়মূল্যে ।তার শতকরা মুনাফা কত?
ক ও খ একটি অংশীদারি ব্যবসায় যথাক্রমে ৭০০০ টাকা ও ১০,৫০০ টাকা বিনিয়োগ করেছে । এক বছর পরে ক এর লভ্যাংশের পরিমাণ ২৫০০ টাকা । মোট লভ্যাংশ কত ?
ক ও খ একটি কাজ ১২ দিলে সম্পন্ন করে ।ক, খ ও গ ঐ কাজটি ৮ দিনে সম্পন্ন করে। গ এর ঐ কাজটি একা করতে কত দিন সময় লাগবে ?
একটি বইয়ের নির্ধারিত বিক্রয় মূল্য ৮০ টাকা । বইটি ৬০ টাকায় বিক্রয় করা হলে শতকরা বাট্টার পরিমাণ কত ?
২০০০ টাকা ঋণ নেয়ার পর ঋণীকে যদি ২০ ভাগ সরল সুদে এককালীন সুদ ধ্ররয করা হয় তাহলে প্রতি সপ্তাহে ঋণীকে আনুমানিক কত টাকা পরিশোধ করতে হবে ?
কঃখ=৪ঃ৫ এবং খঃগ=২ঃ৩ অনুপাতে যদি ক-এর ৮০০ টাকা থাকে তাহলে গ-এর টাকার পরিমাণ কত ?