একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ৬২৫০০ বর্গমিটার। বর্গের একটি ধারা হচ্ছে-
একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে ৫০ মিটার ও ১২০ মিটার। অতিভুজের দৈর্ঘ্য=?
প্রতিবছর শতকরা ৯.৫০ টাকা হারে লাভের চুক্তিতে ১,০০০ টাকা বিনিয়োগ করে ২ বছর পরে ঐ বিনিয়োগকারী কত টাকা হাতে পাবে?
দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 5, সংখ্যাটির সাথে 9 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত?
৩+৬+৯+ ........... +৩৬ =?
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৯৩। সংখ্যাদ্বয় কত?
৬৫৫৮ এর সাথে কোন ক্ষুুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
৭২৮ এবং ৯০০ কে সর্বাপেক্ষা বড় কোন সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে ৮ এবং ৪ অবশিষ্ট থাকবে?
একটি ঘরের দৈর্ঘ্য ২৭ মিটার ও প্রস্থ ১৮ মিটার হলে, ঘরের মেঝের ক্ষেত্রফল হবে-
(2)x(-2)x(-2)x(2)x(2)x(-2)x(-1)x(-12)=?
একটি সমকোণী ত্রিভুজের দুই কোণের যোগফল ১০০° এবং উক্ত দুইটি কোণের বিয়োগফল ৪০° । তৃতীয় কোণের পরিমাণ কত?
১৫২-৪২১৬২-৪২=?
(২-১)(২+১)(২২_১২)(২২+১২)=?
যদি x=-3 হয়, তবে - 10x3=?
x4+2x3+3x2+4x+5 কে x+3দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
9x2+ 18x - 40 রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করলে, উৎপাদক হবে_
যদি 3x-2+5x-6=8x+3 হয়, তবে x=?
x-aa2-b2=x-bb2-a2, x=?
x=3 +2 , x2+1x2- এর মান নির্ণয় করুন।
৫০ হতে ১০৩ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?