একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৬ সে. মি. এবং লম্ব ৮ সে. মি. হলে অতিভুজের দৈর্ঘ্য কত?
৭০ ডিগ্রী কোণের সম্পূরক কোণ কোনটি ?
x +3y =0 সমীকরণের লেখচিত্র কি হবে?
২% হার সুদে ১০০ টাকায় ৩ বছরের সুদ অপেক্ষা ৩% হার সুদে ঐ টাকার ৩ বছরের সুদ কত বেশি হবে?
কোন বিদ্যালয়ে গণিতে ৭৫% এবং ইংরেজিতে ৪৫% পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। যদি উভয় বিষয়ে ৩০% পরীক্ষার্থী কৃতকার্য হয়ে থাকে , তবে উভয় বিষয়ে শতকরা কত জন অকৃতকার্য হয়েছে?
ক্রয় মুল্যঃ বিক্রয় মূল্য =৫ঃ৬ হলে , লাভ কত?
ঘন্টায় ৪ কিমি . বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে , ঘন্টায় ৫ কিমি. বেগে চললে তার চেয়ে ১/২ ঘন্টা কম সময় লাগে। স্থানটির দূরত্ব কত হবে?
একটি পাত্র ১/২ অংশ ভর্তি আছে। যদি ৮ গ্যালন সরানো হয় তবে ১/১০ অংশ ভর্তি থাকে। পাত্রটি কত গ্যালন ধারণ করে?
একটি কাজ ১২ লোক ৮ দিনে ১/২ অংশ শেষ করল, অতিরিক্ত কত জন লোক নিয়োগ করলে কাজটি ১২ দিনে শেষ হবে?
কামাল ২০ মিনিটে একটি বাগানের ঘাস মেশিনে কাটতে পারে। জামাল ৩০ মিনিটে ঐ বাগানের ঘাস কাটতে পারে। তারা এক সাথে কাজ করলে ঐ বাগানের ঘাস কাটতে কত সময় লাগবে?
১১, ১৩, ১৭, ?, ৩১ ধারাটির '?' চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি হবে?
১+ ২ +৩ +.......+৫০ =কত?
১ মাইল = কত কিলোমিটার ?
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য ১৪ গজ হলে শীর্য বিন্দু হতে ভূমির উপর অংকিত লম্বের দৈর্ঘ্য কত?