২০ থেকে ১০০ -এর মধ্যবর্তী কতটি মৌলিক সংখ্যা আছে?
5+8+11+14+ .... ধারাটির কোন পদ 302?
2+6+18+ .... ধারাটির আটটি পদের সমষ্টি নির্ণয় করুন।
এক টাকায় তিনটি করে আম ক্রয় করে এক টাকায় ২টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠছে। বানরটি ১ মিনিটে ৪ ফুট উপরে উঠে কিন্তু পরের মিনিটে ৩ ফুট নিচে নেমে যায়। বাঁশটি ২০ গজ লম্বা। হলে এর শেষ প্রান্তে উঠতে বানরটির কত সময় লাগবে?
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫ মিটার কম এবং প্রস্থ ৩ মিটার অধিক হলে ক্ষেত্রফল ৯ বর্গমিটার কম হয়। আবার দৈর্ঘ্য ৩ মিটার এবং প্রস্থ ২ মিটার বেশি হলে ক্ষেত্রফল ৬৭ বর্গমিটার বেশি হয়। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ 12 সেমি এবং পরিসীমা 30 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন।
একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে 12 কিলোমিটার ঠিক উত্তর দিকে গেল এবং সেখান থেকে 5 কিলোমিটার ঠিক পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A থেকে কত দূরে থাকবে?
যেসব স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। তাদের সেট নির্ণয় করুন।
৭২ সংখ্যাটির কয়টি ভাজক আছে?
সমাধান করুন :x+3<5
(a-b)3+(b-c)3+(c-a)3 কে উৎপাদকে বিশ্লেষণ করুন ?
সমাধান করুন :x-1+x-6x-1-x-6=5
logx 324=4 হলে x এর মান কত ?
x3-x-24 এবং x3-6x2+18x-27 এর গ.সা. গু. নির্ণয় করুন ।
মান নির্ণয় করুন :tanπ12tan5π12tan7π12tan11π12
u-=2i¯+j¯=k¯ এবং v-=i¯-j¯=+2k¯ ভেক্টরদ্বয়ের অর্ন্তভুক্ত কোণ θ নির্ণয় কর।
(x+y,0)=(1,x-y) হলে (x,y) -এর মান নির্ণয় করুন ।
কোনো শ্রেণীতে 100 জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলায় এবং 80 জন গণিতে পাস করেছে। 75 জন উভয় বিষয়ে পাস করলে কত জন উভয় বিষয়ে ফেল করেছে?