সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে উহার অতিভুজের মান কত?
x+y=12 এবং x-y=2 হলে xy এর মান কত?
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২- টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-
একটি সরলরেখার উপর অংকিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
যদি তেলের দাম ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
একটি সংখ্যার বর্গমূলের সাথে ৯ যোগ করলে যোগফল ১৪ হলে সংখ্যাটি কত?
কোন বাগানের দৈর্ঘ্য ২০ মিটার এবং ১০ মিটার হলে ঐ বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার?
বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে-
x-এর মান কত হলে (3+x)+3(x+3)=0 হবে?
৩টি সংখ্যার গুণফল ২১৬। দুটি সংখ্যা ৮ এবং ৯ হলে তৃতীয় সংখ্যা কত?
২টি সংখ্যার ল. সা. গু ৬০ এবং গ. সা. গু ৩। একটি সংখ্যা ১৫ হলে অপরটি কত?
১০ জনকে একটি কাজ ২০ দিনে সম্পন্ন করে। ৮ জন লোকের কাজটি সম্পন্ন করতে কত দিন লাগবে?
২টি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায়?
একটি
দুটি
অসংখ্যা
একটিও না
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২, বৃত্ত দুটির আয়তনের অনুপাত কত হবে?
৮৮ এর ১২১২% কত ?
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ড চাকাটি কত ডিগ্রি ঘুরে?
শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ-