৭৫ টাকায় ১৫টি বলপেত কিনে ৯০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্যের ওপর শতকরা কত লাভ হবে?
একটি মেশিন ১ ঘন্টায় ৩০টি প্যাকেট উৎপাদন করে মেশিনটি ৬ মিনিটে কতটি প্যাকেট উৎপাদন করবে?
একজন ঠিকাদার একটি কাজের ৯ ভাগের ৫ অংশ সমাপ্ত করল। অপর ঠিকাদার আরও এক-তৃতীয়াংশ কাজ করল। আর কত অংশ কাজ বাকি রইল?
একটি ঘড়ি দুপুর ১ টার সময় একবার বাজে, ২টার সময় দুইবার বাজে, ৩টার সময় তিনবার বাজে এবং এই নিয়মে বাজতে থাকে। ঘড়িটি ২৪ ঘন্টায় মোট কতবার বাজবে?
নিচের কোন সংখ্যাটি ৮ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়?
১৫ জন লোক একটি কাজ ৪২ দিনে করতে পারে। ঐ কাজটি ১৮ দিনে শেষ করতে কত জন লোক লাগবে?
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
একটি গাড়ি ৩ ঘন্টায় ১২ কিমি গেলে ২ ঘন্টায় কত মিটার যাবে?
একটি গাড়ি ২৭০ টাকায় বিক্রি করাতে ক্রয়মূল্যের ওপর ১০% ক্ষতি হতে ক্রয়মূ্যে কত?
দুটি রাশির অনুপাত ৭ : ১২। উত্তর রাশি ৯৬ হলে পূর্বরাশি কত?
ত্রিভুজের তিন কোণের সমষ্টি =?
কবির সাহেব ১০% সরল সুদে ৭০০ টাকা এবং ৫% সরল সুদে ১৩০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি মোট কত সুদ পাবেন?
a+b=5 এবং a-b=3 হলে, a2-b2 এর মান কত?
একটি চাকার পরিধি ৫ মিটার। ৮০ কিমি পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ২৩ মিটার এবং প্রস্থ ১৭ মিটার হলে বাগানটির পরিসীমা কত?