কোন সমান্তর ধারারাা P তম পদ q এবং q তম পদ p হলে (p+q) তম পদ কত?
১৮ ফিট উঁচু একটি খঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে, ভূমির সাথে ৩০ ডিগ্রী কোন উৎপন্ন করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?
’ক’ প্রথমে তিন মাইল উত্তরে, পরে ৯ মাইল পূর্বে তারপর আবার ৯ মাইল উত্তরে যায়। শুরু হতে তার দূরত্ব কত মাইল?
কোন সংখ্যার ৭০% তেকে ৭০ বিয়োাগ করলে ফলাফল হয় ৭০ । তবে সংখ্যাটি কত?
কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৬৪ লক্ষ। শহরটি জহনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন হলে, ২ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?
নীচের কোন ভগ্নাংশটি থেকে23 ছোট?
ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোন তিনটির যোগফল কত?
শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
x+1x=2 হলে , (x-12)2 এর মান কত?
0
1
2
৪
৫টি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৫,১০.১৫.২০. ও ২৫ সেকেন্ড অন্তর আবার বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে?
am.an=a(m+n)
সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে?
X+Y, X-Y, X2-Y2 এর গ,.সাগু কত?
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ। এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা কত?
দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৪৫ সংখ্যা দুইটি কত?
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১ । এতে কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৪:১ হবে?
একটি সমকোনা ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সেন্টিমিটার ছোট, অতিভুজ ভূমি অপেক্ষা ২ সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?
একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দের্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার হলে এর গভীরতা কত?
cos(120°) এর মান কত?
২, ৩, ৫, ৯, ১৭ এর পরবর্তী সংখ্যা কত?