নিচের উদ্দীপকের আলোকে ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও : ইশান একটি ক্রিকেট বলকে 30° কোণে 25ms+1 বেগে ব্যাট দ্বারা আঘাত করে। [g - 9.8 ms-2 J ]
বলটি কত সময় পরে ভূমিতে ফিরে আসবে?
যদি সরল দোল গতি সুষম বৃত্তাকার গতির অভিক্ষেপ হয় তবে
i. সরল দোল গতির বিস্তার সুষম বৃত্তাকার গতির ব্যাসার্ধের সমান
ii. উভয় গতির পর্যায়কাল একই হবে
iii. সরল দোল গতির কৌণিক কম্পাঙ্ক সুষম বৃত্তাকার গতির কৌণিক বেগের সমান
নিচের কোনটি সঠিক?
[MLT-2]
[MLT-1]
[ML2T-1]
[ML2T-2]
প্রাসের ক্ষেত্রে—
i. প্রাসের ওপর একমাত্র ক্রিয়াশীল বল অভিকর্ষ বল
ii. প্রাসের গতির ক্ষেত্রে g-এর মান স্থির ধরা হয়
iii. প্রাসের গতিপথ ত্রিমাত্রিক
বয়েলের সূত্রানুযায়ী গ্যাসের চাপ (P) ও আয়তন (V) হলে নিচের কোনটি সঠিক?
22.5 cm ব্যবধানে অবস্থিত তরঙ্গের দুটি কণার মধ্যে দশা পার্থক্য 3.14 rad। উৎসের কম্পাঙ্ক 420Hz |
উদ্দীপক অনুসারে—
i. তরঙ্গ বেগ 189 ms-1
ii. উৎপন্ন শব্দ শোনা যাবে
iii. পর্যায়কাল হবে 2.38 sec
সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য—
i. সমকৌণিক বেগ বিদ্যমান
ii.কৌণিক ত্বরণ শূন্য
iii. কেন্দ্রমুখী ত্বরণ থাকে না
তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য কত?
একটি হালকা ও ভারী বস্তুর ক্ষেত্রে—
i. উভয়ের ভরবেগ সমান হতে পারে
ii. উভয়ের গতিশক্তি সমান হতে পারে
iii. এদের গতিশক্তি সমান হলে, হালকা বস্তুর ভরবেগ বেশি হবে
নিচের উদ্দীপকের আলোকে ১ ও ২নং প্রশ্নের উত্তর দাও : ভূমির সাথে 30° কোণে এবং 50 ms−1 বেগে ওপরের দিকে একটি বস্তুকে নিক্ষেপ করা হলো।
নিক্ষেপ করার 2 sec পর বস্তুটির বেগ কত?
i^+j^·k^ এর মান হবে —
উদ্দীপকের প্রাসটির—
i. অনুভূমিক পাল্লা 220.92m
ii. সর্বাধিক উচ্চতা 63.77 m
iii. সর্বাধিক উচ্চতায় বেগের উল্লম্ব উপাংশ শূন্য
অভিন্ন একক ও মাত্রার জোড়া হচ্ছে—
i. কাজ ও পৃষ্ঠশক্তি
ii. পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তি
iii. অনুভূমিক পাল্লা ও সরণ
সরল দোলকের ক্ষেত্রে দোলনকালের বর্গ (12) বনাম কার্যকরী দৈর্ঘ্যের (L) লেখচিত্র নিচের কোনটি ?
উপরের উদ্দীপকের আলোকে 18 এবং 19 নং প্রশ্নের উত্তর দাও :
উদ্দীপকটির ক্ষেত্রে প্রযোজ্য—
i.এটি একটি স্থির তরঙ্গ
ii. দুটি অগ্রগামী তরঙ্গের দ্বারা সৃষ্ট
iii. এক লুপের শক্তি অন্য লুপে স্থানান্তরিত হয়