দুটি ভেক্টরের ক্রস গুণফল সম্পর্কে বলা যায়—
i. ক্রস গুণফল একটি ভেক্টর রাশি
ii. ক্রস গুণফলের দিক ভেক্টরদ্বয় যে সমতলে তার লম্ব বরাবর
iii. ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে
নিচের কোনটি সঠিক?
অভিকর্ষজ ত্বরণ g-এর পরিবর্তনের কারণ—
i. পৃথিবীর আকার
ii. আহ্নিক গতি
iii. বার্ষিক গতি
নিচের কোনটি সঠিক ?
সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য-
i. গতি পর্যাবৃত্ত
ii. ত্বরণ সরণের সমানুপাতিক
iii. গতি সরলরৈখিক
কোনো বস্তুতে স্পন্দন সৃষ্টি করা হলে, ওই স্পন্দন বায়ুতে-
i. রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সঞ্চালিত হয়
ii. মাধ্যমের সংকোচন ও প্রসারণের মাধ্যমে সঞ্চালিত হয়
iii. সরল ছন্দিত স্পন্দন সৃষ্টি করে
আর্দ্রতামাপক যন্ত্রে দুই থার্মোমিটারের পাত্রের পার্থক্য-
i. হঠাৎ হ্রাস পেলে ঝড় হতে পারে
ii. ধীরে ধীরে কমলে বৃষ্টি হতে পারে
iii. খুব কম হলে আবহাওয়া শুষ্ক হয়
কোনো বস্তুতে স্পন্দন সৃষ্টি করা হলে, ওই স্পন্দন বায়ুতে
ii.ধীরে ধীরে কমলে বৃষ্টি হতে পারে
উদ্দীপকটি পড়ে ৫নং প্রশ্নের উত্তর দাও : তাহমিদ ও তমাল দুজনই ৭ম শ্রেণির ছাত্র। এরা দুজনই একটি স্কুল বিল্ডিং-এর নিচ তলা থেকে দৌড়ে 15m উচ্চতায় ছাদে উঠল। এতে এদের সময় লাগে যথাক্রমে 6 সে. ও 5 সে.। তাদের ভর যথাক্রমে 60 kg ও 50kg। এদের দুজনের মধ্যে
i. তাহমিদ বেশি কাজ করেছে
ii. তমাল কম কাজ করেছে
iii. তমাল বেশি ক্ষমতা প্রয়োগ করেছে
দুটি সমান ভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে-
i. সংঘর্ষের পূর্বের ও পরের মোট ভরবেগ একই থাকবে
ii. সংঘর্ষের পূর্বের ও পরের মোট গতিশক্তি একই থাকবে
iii. সংঘর্ষের পর বস্তুদ্বয় বেগ বিনিময় করবে
নিচের কোন লেখচিত্রটি 'বয়েল'-এর সূত্রের জন্য প্রযোজ্য?
নিচের উদ্দীপকটি পড় এবং ৯নং প্রশ্নের উত্তর দাও : একটি বস্তুকে 180 m উঁচু একটি মিনারের চূড়া হতে ছেড়ে দেয়া হলো। একই সময়ে অন্য একটি বস্তুকে 60 ms-1- বেগে খাড়া ওপরের দিকে নিক্ষেপ করা হলো।কখন বস্তুদ্বয় পরস্পর মিলিত হবে?
একটি ফুটবলকে অনুভূমিকের সাথে 30° কোণে 40 ms-1 বেগে কিক করা হলো। 2 sec পরে এর বেগ কত হবে?
100 gm ভরের একটি পাথর উল্লম্বতলে 10 m ব্যাসার্ধের বৃত্ত পথে ঘুরতে ঘুরতে A অবস্থান হতে B অবস্থানে আসল [চিত্র দ্রষ্টব্য]। শক্তির পরিবর্তন কত হবে?
i.ক্রস গুণফল একটি ভেক্টর রাশি
i.গতি পর্যাবৃত্ত
Vc = সংকট বেগ, η = তরলের সান্দ্রতাঙ্ক, ρ = তরলের ঘনত্ব, r = নলের ব্যাসার্ধ হলে,কোন লেখচিত্রটি সঠিক?
ব্যাসার্ধের ওপর
দৈর্ঘ্যের ওপর
উপাদানের ওপর
প্রস্থচ্ছেদের আকৃতির ওপর
একটি বৃত্তের পরিমাপ্য ব্যাসার্ধ (5 ± 2%) cm ক্ষেত্রফল পরিমাপে শতকরা ত্রুটি কত?
তরঙ্গের তীব্রতা—
i. ঘনত্বের সমানুপাতিক
ii. বিস্তারের বর্গের সমানুপাতিক
iii. কম্পাঙ্কের সমানুপাতিক
একটি বস্তুর গতিপথের লেখচিত্র নিম্নরূপ-
i. OB অংশে বস্তুটি সমত্বরণে চলে
ii. BC অংশে ত্বরণ শূন্য
iii. 10 sec-এ বস্তুটির অতিক্রান্ত দূরত্ব 62.5m
বেহালা (Violin) থেকে নিঃসৃত শব্দ—
i.সুর
ii. স্বর
অর্কেস্ট্রা