একজন দোকানদার কিছু পণ্য ক্রয় করলেন। পরিবহণের সময় ১৩% নষ্ট হয়ে গেল এবং ৭% পণ্য চুরি হয়ে গেলো। মোটের উপর ২০% লাভ করতে হলে তাকে অবশিষ্ট পণ্য শতকরা কত লাভে বিক্রয় করতে হবে?
বার্ষিক শতকরা ৫ টাকা হরে ৫০০ টাকার ৩ বছরের সরল মুনাফা কত হবে?
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ ঃ ২ এবং ৫ বছরে পরে তাদের বয়সের অনুপাত ৮ ঃ ৩ হবে। তাদের বর্তমান বয়স কত?
পরপর ১০টি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে, শেষ ৫টির যোগফল কত?
a+b = 9m এবং ab = 18m2 হলে a-b এর মান কত?
x3-hx+10=0 যদি এর একটি সমাধান 2 হয় তবে এর মান কত?
x2-11x+30 এবং x3-4x2-2x-15 এর গ.সা.গু কত?
x+1x=3 হলে x3+1x3এর মান কত?
3.2n-4.2n+2 কত?
একটি সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে, এর পরিসীমার কত?
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় কি হবে?
একটি সামন্তরিকের বিপরীত কোণের সমষ্টি ৬০ ডিগ্রি হলে অপর একটি কোণের মান কত?
PQRS রম্বসের বাহুর দৈর্ঘ্য ৩ ইঞ্চি। PR এবং QS কর্ণ দুটি বিন্দুতে ছেদ করলে PQ2+QO2 কত?
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ ঃ ৩। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মেশালে এসিড ও পানির অনুপাত ৩ ঃ ৭ হবে?