১২ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থ বিশিষ্ট একটি কার্পেট দ্বারা একটি মেঝের ৬০% মোড়ানো যায়। মেঝেটির আয়তন কত বর্গফুট?
৮টি প্যান্টের বিক্রয় মূল্য ১০টি প্যাণ্টের ক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত?
৯,৩৬,৮১,১৪৪, এর পরবর্তী সংখ্যা কত?
১ পাউন্ড কত আউন্স?
x+3=x+3 হলে x = কত?
যদি QP=14 হয় তবে P+QP-Q এর মান কত?
p এর মান কত হলে, 4x2-px+9 একটি পূর্ণবর্গ হবে?
সমাধান করুনঃax-cy=0; ay-cx=a2-c2
৪ কিমি/ঘণ্টা বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে ৫ কিমি/ঘণ্টা বেগে চললে তার চেয়ে ১২ ঘণ্টা কম সময় লাগে। স্থানটির দূরত্ব কত?
একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সেমি ও ১,৩৮৬ বর্গ সেমি। বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত?
৭ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অর্ন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
ঘড়িতে এখন ৮টা বাজে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যেকার কোণটি হলো
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল?
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি m হয় তবে এর ক্ষেত্রফল কত?
দৈনিক ৬ ঘণ্টা পরিশ্রম করে ১০ জন লোক একটি কাজ ৭ দিনে করতে পারে, দৈনিক কত ঘণ্টা পরিশ্রম করে ১৪ জনে ৬ দিনে ওই কাজটি করতে পারবেন?