৩ টি সংখ্যার গুনফল ২১৬। ২ টি ৮ এবং ৯ হলে ৩য় সংখ্যা কত?
২৮ ডিগ্রী কোণের সম্পূরক কোণের পরিমাণ কত?
৩৭ ডিগ্রী কোণের বিপ্রতীপ কোণ কত ?
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যা সমূহের গড় কত?
সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ ২টির প্রত্যেকটি কী কোণ ?
১টি নার্সারিতে ১৬ জাতের ফুল গাছ আছে। ১/৪ অংশ জাতের ৫টি করে ও ৩/৪ অংশ জাতের ৪টি করে গাছে আছে।সর্বমোট কতটি গাছ আছে?
১টি চৌবাচ্চার ৩/৫ ভাগ পূরণ হতে ৭ ঘন্টা লাগে। চৌবাচ্চার বাকি আংশ পূরণ হতে আর কত সময় লাগবে?
২টি ভগ্নাংশের গুনফল ১৫/২৮ । এদের ১টি ৫/৭ হলে, অপর ভগ্নাংশটি কত?
পানি ভর্তি ১টি বালতির ওজন ১২ কেজি । বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় ৭কেজি। খালি বালতির ওজন কত?
ত্রিভুজ হওয়ায় শর্ত কি ?
x+2y=4 এবং xy=2 হয়, x=কত?
২টি সংখ্যার যোগফল ৪৮ এবং তাদের গুনফল ৪৩২। তবে বড় সংখাটি কত?
0,1,2 এবং 3 দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল -
যদি a+b=2, ab=1 হয় , তবে a এবং b এর মান যথাক্রমে-
কোনো সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল হবে ঐ সংখ্যাটি । উহা কত?
১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?
বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১০৫০/- পায়। পূর্বে তার বেতন কত ছিল?
২টি সংখ্যার গুনফল ১৮৯ এবং সংখ্যা ২টির যোগফল ৩০। সংখ্যা ২টি কত?