একটি সমবাহু প্রিজমের প্রতিসারঙ্ক √2 হলে, ন্যূনতম বিচ্যুতি কোণ কত হবে?
একটি ট্রান্সফরমারের প্রাইমারী কুন্ডলীর ভোল্টেজ 10v এবং প্রবাহ 4A । সেকেন্ডারী কুন্ডলীর ভোল্টেজ 20V হলে প্রবাহ কত?
একটি 1200W বৈদ্যুতিক হিটারকে 120V লাইনে 1 ঘন্টার জন্য সংযুক্ত করা হল। ঐ হিটারে বিদ্যুৎ প্রবাহ কত হবে ?
পৃথিবীর ব্যাসার্ধ 6400 km হলে এর ধারকত্ব কত?
একটি চলন্ত মোটর গাড়ি একজন স্থির ব্যক্তিকে অতিক্রম করে গেলে ঐ গাড়ির হর্ণ এর কম্পাঙ্ক 272 Hz থেকে কমে 256 Hz হল। বাতাসে শব্দে বেগ 346.5m/s হলে গাড়ির বেগ কত?
একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y=0.2 sin π (500t-x) মিটার। পর্যায়কাল কত?
ভেক্টর A=2i+3j-5k ও ভেক্টর B=i+2j+3k হলে |A+B| এর মান কত?
1 kg বরফকে -10 ͦC তাপমাত্রা থেকে 0 ͦC তাপমাত্রার পানিতে পরিনত করতে কি পরিমান তাপের প্রয়োজন?
দুটি কৃষ্ণবস্তু A এবং B এর একক ক্কেত্রফল থেকে প্রতি সেকেন্ডে নির্গত তাওশক্তির অনুপাত 81:1 । A এর তাপমাত্রা 30,000K হলে B এর তাপমাত্রা কত?
30 ͦC তাপমাত্রার কোন গ্যাসের উপর রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ দ্বিগুন করা হল। তাপমাত্রা বৃদ্ধি নির্নয় কর?
প্রমান তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের অনুগুলোর গড় বর্গবেগের বর্গমূল নির্ণয় কর। (প্রমান তাপমাত্রা ও চাপে ঐ গ্যাসের ঘনত্ব 1.4 kg/m3)
একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুন। উক্ত গ্রহের পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের চার গুণ। উক্ত গ্রহের মুক্তি বেগ পৃথিবীর তুলনায় কত?
কোন সাইকেলের আরোহী 100 m ব্যসার্ধের বৃত্তাকার পথে 20 m/s বেগে ঘুরতে গেলে উলম্ব তলের সাথে কত কোণে আনত থাক্কতে হবে?
একটি সরল দোলকের ববের ভর 100g এবং কার্যকর দৈর্ঘ্য 1 মিটার। উলম্ব রেখা থেকে ববটিকে 10cm দূরে টেনে ছেড়ে দিলে গতি পথের সর্বনিম্ন বিন্দু অতিক্রমকালে ববের বেগ নির্নয় কর।
75Kg ভরের একজন ব্যক্তি 30 মিনিটে 300m উচুতে ওঠে। তার কাজ করার হার কত?
কত কোণে নিক্ষেপ করলে একটি প্রাসের আনুভূমিক পাল্লা তার সর্বোচ্চ উচ্চতার সমান হবে?
একটি বন্দুকের গুলি কোন দেওয়ালের মধ্যে 0.04m প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। গুলিটি ঐ দেওয়ালে আর কতদূর প্রবেশ করতে পারত?
2×10-7m ব্যাসার্ধের দুটি পানি বিন্দুকে একত্রে করে একটি পানি বিন্দুতে পরিণত করলে তাপমাত্রা কত বৃদ্ধি পাবে তা নির্ণয়ু কর।
একটি বৃত্তাকার কুন্ডলীর ব্যাস 0.1 m এবং পাক সংখ্যা 25। কুন্ডলী দিয়ে 4.0 A বিদ্যুৎ প্রবাহ চললে ঐ কুন্ডলীরা কেন্দ্রে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব কত হবে?
হাইড্রোজেন পরমাণুর প্রোটন ও ইলেকট্রনের মধ্যে বৈদ্যুতিক বল 8.1 ×10-8N হলে, কণা দুটির মধ্যে দূরত্ব কত?
একটি ইলেক্ট্রনের গতি শক্তি 0.36 eV । এর বেগ কত?
3×108 m/s
2.58 ×107 m/s
3.56 ×105 m/s
1.98 ×105 m/s
একটি সমতল নিঃসরণ গ্রেটিং এর দ্বারা সৃষ্ট বর্ণালী রেখার দ্বিতীয় ক্রম 30° অপবর্তন কোণ উৎপন্ন করে। যদি আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5890 ×1010m হয়, তবে গ্রেটিং এর প্রতি মিটারে রেখার সংখ্যা নির্ণয় কর।
পরম শূণ্য তাপমাত্রায় বিশুদ্ধ অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহীতা কত?
মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি কোন ধরনের গতিকে উত্তেজিত করে?
কোন তারের দৈর্ঘ্য 3m এবং ভর 20 g । 50 N টানে ঐ তারের দৈর্ঘ্য 1mm বাড়ে । তারের ঘনত্ব 7.5×100-3 kg/m3 হলে, এর উপাদানের ইয়ং গুনাংক নির্ণয় কর।