একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 9 এবং 7 তম পদ 60 হলে 12 তম পদটি কত?
একটি ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২/৩ অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার?
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের ল.সা.গু. ৩৫০। সংখ্যা দুটির গ.সা.গু-
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৫ : ২। পুত্রের বর্তমান বয়স কত বছর?
১০০ টাকায় ২৫টি করে লেবু ক্রয় করে ১০০ টাকায় ২০টি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
কোন মূলধন ৫% সরল সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০০০০ টাকা হয়। মূলধন কত টাকা?
৪১ হতে ৯০ পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কয়টি
a2+b2+c2+2ab-2bc এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে ?
2n+1-2n= কত ?
log×52=-12 হলে x এর মান --
13 cm ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যা-এর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব 5 cm হলে জ্যাটির দৈর্ঘ্য কত ?
একটি ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি; অন্য কোণ দুটির অনুপাত 2:3 হলে ছোট কোনটির পূরক কোণ --
একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের মান 94 ডিগ্রি হলে অপর একটি কোণের মান হবে -
২/৫ এবং ৫/৯ এর গ.সা.গু কত ?
একটি সুষম ষড়ভুজের কোণগুলোর পরিমাণ --
A={X:X∈N এবং X2<36} B=(X:X একটি মৌলিক সংখ্যা এবং X2=36) এবং C={X:X একটি মৌলিক সংখ্যা এবং X2=4} হলে A∩B∩C সমান--
x+y+z=3 এবং x2+y2+z2=5 হলে xy+yz+zx এর মান কত ?
২৪৫ কে ন্যূনতম কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?
একটি পরীক্ষায় ৬০% গণিতে এবং ৭০% ইংরেজিতে পাস করে। উভয় বিষয়ে ১৫% ফেল করলে উভয় বিষয়ে পাস করে-
১, ২, ৩, ৪ অংকগুলি দ্বারা ৩০০০ অপেক্ষা বৃহত্তর কয়টি সংখ্যা গঠন করা থাকে?