যদি ১০ জন লোকের ১০ বিঘা জমির ধান কাটতে ১০ দিন লাগে তবে, ১ জন লোকের ১ বিঘা জমির ধান কাটতে কণ্ঠ দিন লাগবে?
৫ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে ৩ সে.মি. দুরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?
একই সুগম পেন্টাগনের প্রতিটি অন্তঃকোণের মান কত?
b এর মান কত হলে 16a2- ab + 49 রাশিটি পূর্ণবর্গ হবে?
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৮০° হলে তার বিপরীত কোণের মান কত?
১০°
১২০°
১৩৫°
১০০°
দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের এক তৃতীয়াংশ হলে সংখ্যা দুটির অনুপাত কত ?
১১টি সংখ্যার যোগফল ৩৯৬। তাদের প্রথম ৬টি সংখ্যার ৮. এবং শেষ সংখ্যার গড় ৪৩.৫ হলে, সংখ্যাটি কত?
কোন স্কুলের ছাত্রদেরকে ৫, ৮, ১২:২০ জনের সারিতে দাঁড় করালে প্রতিবারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। স্কুলের মোট ছাত্র সংখ্যা কত?
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭ হল সংখ্যা দুটি কত?
কোন সংখ্যার ৩৭% হ্রাস পেলে ৩৮ হবে?
A ও B দুটি সংখ্যা A এর ৫% B এর ৪% এর যোগফল, A এর ৬% * B এর ৮% এর যোগফলের অংশ হলে, A ও B এর অনুপাত কর?
২০ এর কত শতাংশ ১ এর ২০ শতাংশের সমান হবে?
a+b+c =21 এবং ab+be+ca=143 হলে a2+b2+c2 এর মান কত?
P=a×b, a ও b উভয়কে ১০% বৃদ্ধি করা হলে P এর মান কত বৃদ্ধি পাবে?
১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি.। ট্রেনটি ২১ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৫:৩। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ২:১ ছিল। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত?
১০ লিটার চিনির শরবতে ২৫% চিনি আছে। আরেকটি শরবতের মিশ্রণে ১০% চিনি আছে। দ্বিতীয় মিশ্রণের কত লিটার প্রথম মিশ্রণে মেশালে তাতে চিনির পরিমাণ ২০% হবে।
√3 = 3 এবং √4 = 4 হলে (√6)2 = কত?
2A = 3B 2B = 5C এবং 3C = 4D হলে A:B :C:D =কত?
রোমান সংখ্যা MCCLXXXIV এর মান কত?