দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিনগুণ। দশক স্থানীয় বিনিময় সংখ্যটি কত?
৬০ লিটার পানিও চিনির মিশ্রনের অনুপাত ৭ঃ৩ । ঐ মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুrfপত ৩ঃ৭ হবে?
tanθ=3/4 হলে sinθ এর মান কত?
দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৬ অনুপাত ৫ঃ৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে, চোট সংখ্যাটি কত?
তিনটি শিন েএকটি কাজ যথাক্রমে ৪,৫ এবং ৬ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টা কতটুকু কাজ করতেদ পারবে?
log216= কত?
যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
একটি কোণকের ভূমির ব্যাসার্ধ ৫ সেমি এবং উচ্চতা ১২ সেমি হলে হেলান উচ্চতা কত/
৪% হার মুনাফায় কেোন টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে, মূলধন কত?
x+1x=2 হলে, xx2-x+1 এর মান কত?