রহিম একটি কাজ ২০ দিনে এবং করিম ৩০ দিনে করতে পারে। তারা একদিনে একত্রে কাজ করে ৫০০ টাকা পায়। করিম কত টাকা পাবে?
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৩০% বৃদ্ধি এবং প্রন্থ ৩০% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৩ বেশি। সংখ্যাটি কত?
একটি বাস A থেকে B এর দিকে ২০ কি.মি./ঘণ্টা বেগে যায়, তারপর সেখান থেকে ৩০ কি.মি./ঘণ্টা বেগে ফিরে আসে। তাহলে বাসের গড় গতিবেগ কত?
যদি a - b = 0 হয়, তাহলে ba = ?
2x+1 = 8x+1 হলে, x এর মান কত?
একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন ছাত্র দাড়িয়ে থাকে। শ্রেণির বেঞ্চ সংখ্যা কত?
একটি ষড়ভুজের সবগুলো কোণের সমষ্টি কত ডিগ্রি?
কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬°। ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত?
কোনো শ্রেণিতে যতজন শিক্ষার্থী, তাদের প্রত্যেকে ততটি ৫ টাকা করে চাঁদা দেয়াতে ৮০০০ টাকা সংগৃহীত হলো। উক্ত শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?