বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে?
বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি?
কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
"শ্রীকৃষ্ণকীর্তন" কাব্য কে রচনা করেন?
ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কোনটি?
"পঞ্চতন্ত্র" গ্রন্থটি কার রচনা?
ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি?
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি?
এক কথায় প্রকাশ করুনঃ "একবার ফল দিয়ে মারা যায়"-
কোনটি দ্বন্দ্ব সমাস?
"অন্যপুষ্ট" কোন পাখিকে বলা হয়?
"অর্বাচীন" এর বিপরীত শব্দ কোনটি?
"তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি"- এটি কোন শ্রেণীর বাক্য?
পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলে?
নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে?
বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কতটি?
সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে?
"রোহিণী" চরিত্রটি কোন উপন্যাসের?