একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৪ মিটার, পেছনের চাকার পরিধি ৫ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে ২০০ বার বেশি ঘুরবে?
একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায়, কুকুর তিন লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত-
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ অংশ হলে শতকরা লাভের পরিমাণ কত?
যাদব ২৪০ টাকায় একই রকম কতকগুলো কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য ১ টাকা কম পড়ত। সে কলম কনেছিল-
১৪৪ কোন সংখ্যার ৪০%
x+y-1=0, x-y+1=0 এবং y+3=0 সরল রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজটি-
যদি কাচ পানি অপেক্ষা ২.৫ গুণ বেশি ভারী হয় তবে ৪০ ঘন সেন্টিমিটার কাচের ওজন কত?
একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে এবং ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কছিুই খেলে না। কতজন উভয়টিই খেলে?
১ : ২০০০ স্কেলে একটি শহরের ম্যাপ আঁকা আছে। ১.২ কিমি দীর্ঘ একটি রাস্তার দৈর্ঘ্য ম্যাপে কত হবে?
x+y=4, xy=5 হলে, x3+y32 এর মান কত ?
x3-5x+6<0 এর সমাধান
lohy 33=115 হলে y এর মান কত ?
xa=y,yb=z,zc=x হলে , abc এর মান কত ?
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 cm এবং প্রস্থ 5 cm হলে উহার ক্ষেত্রফল--
45° কোণের সম্পূরক কোণ কোনটি ?
x2-2x+1=0 হলে ,x4+2x2+1x2 এর মান--
৫০° ফারেন হাইট উষ্ণতার সমান
৬০ মিটার একটি বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে বাঁশের টুকরাগুলির আকার হবে-
১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৬০ডিগ্রি কোণে স্পর্শ করল। খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল?
যদি x>0, y>0 এবং x/1>1/y হয়, তবে x এবং y এর মধ্যে কি সম্পর্ক ?
ABC ত্রিভুজে ∠B=∠C এবং BC বাহুর উপর D একটি বিন্দু। কোন তথ্যটি সঠিক?