উদ্ভিদের মূলের অগ্রভাগে, কান্ড, ভ্রুনমুকুল ইত্যাদিদে মাইটোসিস বিভাজন ঘটে। মাইটোসিস প্রক্রিয়ায় প্রকৃত কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়।
চুনের পানিতে কার্বন ডাই-অক্সাইড চালানা করলে অদ্রবণীয় ক্যালসিয়াম দ্রবণীয় কার্বনেট তৈরি হয়। ফলে চুনের পানি ঘোলা হয়। কিন্তু অুতিরিক্ত কার্বনর ডাই অক্সাইড চালনা করলে দ্রবনীয় ক্যালসিয়াম বাই কার্বনেট তৈরি হয়্ ফলে ঘোরাটে ভাব দূর ঘটে।
আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকবাবে আপতিত হয়, তখন মাধ্যম দুটির বিভেদতলে িএর গতিবেগ পরিবর্তিত হয়। আলোক রশ্মির এভাবে দিক পরিবর্তন করার ঘটনাই হলো আলোর প্রতিসরণ।
এটম শব্দের অর্থ হলো পরমাণু। পরমাণু রাসায়নিক বিক্রিয়া অংশ গ্রহণ করে। এদের স্বাধীন অস্তিত্ব নেই। যে সকল পরমাণূ বা মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদের আইসোটপ বলে। এরা একই মৌলের পরামণু